হালাল ও হারাম
এই যে হুজুর,
সারাদিন চেচামেচি করেন
বিড়ি সিগারেট হারাম,
বিড়ি সিগারেট হারাম।
যদি কুরআন হাদীস হতে
এই বিড়ি সিগারেট কথাটি দেখাতে পারেন
এবং দেখাতে পারেন লিখা আছে বিড়ি সিগারেট
হারাম তাহলে আমার সারা বছর
বিড়ি সিগারেটে যা খরচ হয় তার
বিশ গুন টাকা আমি আপনাকে দিয়ে দেবো।
*হুজুর : শুনুন জনাব, আমিও আপনাকে বলছি,
যদি আপনি কুরআন হাদীস হতে ভাত
শব্দটি দেখাতে পারেন যেখানে লিখা আছে ভাত
হালাল তাহলে আমার চল্লিশ
বছরের ভাতের খরচ
আপনাকে দিয়ে দেবো।
**পাবলিক: না মানে ভাততো নাই কিন্তু
পবিত্র জিনিসতো খেতে বলা হয়েছে।
*হুজুর : ঠিক তেমনি বিড়ি সিগারেট নাই
কিন্তু অপবিত্র জিনিস হারাম
বলা হয়েছে।
**পাবলিক : বিড়ি সিগারেট
হারাম বলার জন্য কোনটি আপনার
কাছে সবচেয়ে শক্তিশালী দলিল।
*হুজুর : আপনার সিগারেটের প্যাকেট?
**পাবলিক : সিগারেটের
প্যাকেট কিভাবে দলিল
হতে পারে?
*হুজুর : এখানে কি লিখা আছে পড়ুন,
**পাবলিক: ধুমপান মৃত্যু ঘটায়।
*হুজুর : এটাইতো যথেষ্ট আরও
কি দলিল চান?
**পাবলিক : কিভাবে এটাই
যথেষ্ট হলো?
*হুজুর : বিষ পান হালাল
নাকি হারাম?
**পাবলিক : বিষ পান ১০০%
হারাম।
*হুজুর : বিষ পান কেন হারাম?
পাবলিক: কারণ বিষ পান মৃত্যু
ঘটায়।
* হুজুর : বিষ পান মৃত্যু ঘটায়
বলে যদি তা হারাম হয়
তাহলে ধুমপান মৃত্যু ঘটানো শর্তেও
তা হালাল হয় কোন দলিলের
ভিত্তিতে
সারাদিন চেচামেচি করেন
বিড়ি সিগারেট হারাম,
বিড়ি সিগারেট হারাম।
যদি কুরআন হাদীস হতে
এই বিড়ি সিগারেট কথাটি দেখাতে পারেন
এবং দেখাতে পারেন লিখা আছে বিড়ি সিগারেট
হারাম তাহলে আমার সারা বছর
বিড়ি সিগারেটে যা খরচ হয় তার
বিশ গুন টাকা আমি আপনাকে দিয়ে দেবো।
*হুজুর : শুনুন জনাব, আমিও আপনাকে বলছি,
যদি আপনি কুরআন হাদীস হতে ভাত
শব্দটি দেখাতে পারেন যেখানে লিখা আছে ভাত
হালাল তাহলে আমার চল্লিশ
বছরের ভাতের খরচ
আপনাকে দিয়ে দেবো।
**পাবলিক: না মানে ভাততো নাই কিন্তু
পবিত্র জিনিসতো খেতে বলা হয়েছে।
*হুজুর : ঠিক তেমনি বিড়ি সিগারেট নাই
কিন্তু অপবিত্র জিনিস হারাম
বলা হয়েছে।
**পাবলিক : বিড়ি সিগারেট
হারাম বলার জন্য কোনটি আপনার
কাছে সবচেয়ে শক্তিশালী দলিল।
*হুজুর : আপনার সিগারেটের প্যাকেট?
**পাবলিক : সিগারেটের
প্যাকেট কিভাবে দলিল
হতে পারে?
*হুজুর : এখানে কি লিখা আছে পড়ুন,
**পাবলিক: ধুমপান মৃত্যু ঘটায়।
*হুজুর : এটাইতো যথেষ্ট আরও
কি দলিল চান?
**পাবলিক : কিভাবে এটাই
যথেষ্ট হলো?
*হুজুর : বিষ পান হালাল
নাকি হারাম?
**পাবলিক : বিষ পান ১০০%
হারাম।
*হুজুর : বিষ পান কেন হারাম?
পাবলিক: কারণ বিষ পান মৃত্যু
ঘটায়।
* হুজুর : বিষ পান মৃত্যু ঘটায়
বলে যদি তা হারাম হয়
তাহলে ধুমপান মৃত্যু ঘটানো শর্তেও
তা হালাল হয় কোন দলিলের
ভিত্তিতে
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
একনিষ্ঠ অনুগত ১৫/০৯/২০১৪রম্যের ঢঙে হলেও শিক্ষণীয়...
-
অ ১৫/০৯/২০১৪ভালো লাগল ।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৫/০৯/২০১৪ভালো লাগলো।
-
সফিউল্লাহ আনসারী ১৪/০৯/২০১৪besh !
-
তাইবুল ইসলাম ১৪/০৯/২০১৪বর্তমানের জন্য যুগোপযোগী রচনা
শুভেচ্ছা রইল