আবারও
যে কথা বলা হয়েছে তা তোমরা জানো। আর যে কথা বলা হয়নি তা তোমরা কেন আমি নিজেও তা জানিনা। তাই কাল থেকে আমার উপন্যাস আবার শুরু করতে যাচ্ছি। অনেক কথা বলা হয়নি, অনেক কিছু জানানো হয়নি। যা এখনও আস্তাকুড়ে চাপা পড়ে আছে। জোর করে যেমন বাতাস কে পরিচালনা করা যায় না তেমনি বাতাস কে আটকানোও যায় না। প্রতিবন্ধকতা তৈরী করা যায় সাময়িক। এমনি অনেক কথাই হয়তো হারিয়ে গেছে পৃথিবী থেকে যা কোনদিন বলা হয়নি বা শোনাও হয়নি। তাই যে কাজ শুরু করেছিলাম কিছু না ভেবেই তাই শেষ করতে যাচ্ছি। আগামীকাল থেকে তাই আবার শুরু করবো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সফিউল্লাহ আনসারী ০৯/০৯/২০১৪shuvo kamona.....
-
নাবিক ০৯/০৯/২০১৪অবশ্যই করবেন...
-
একনিষ্ঠ অনুগত ০৯/০৯/২০১৪হুম... শেষ করা দরকার।