খুশি
এক জায়গায় সারা রাত ধরে হাউজি খেলা হচ্ছে সেখানে যাত্রা পালা সহ বাইজী নাচ হচ্ছে। উপচে পড়া ভিড়। সারাদিন মাইকে করে বলে বেড়ায় ঝুমুর ঝুমুর নৃত্য মিস খালবলি, মিস চুলবুলির নৃত্য। এসব শুনে সোহেল একদিন গেল হাউজি পাড়ায়। যাত্রা পালা দেখে ভাল লাগল না। তাই বাইজি পাড়ায় ঢুকল নাচ দেখতে। সেখানে সে বেশ মজা পেল। সোহেল সারারাত বসে বাইজীর মুজরা নাচ দেখল, অন্য দের মতো তালি ও শিস দিল। নাচ শেষ হলে বাইজি যখন সবার কাছ থেকে টাকা তুলছে। তখন সোহেলের কাছে গেল! বাইজি কুর্নিশ করে বলল।
"সাহেব...আমি তো অনেকক্ষন আপনাকে খুশি করলাম...এবার আমাকেও আপনি একটু খুশি করে দিন"
!
!
!
!
!
জবাবে সোহেল বলল
"ঠিক আছে...তুমি তাহলে আমার জায়গায় বসো। আমি নাচতেছি...
"সাহেব...আমি তো অনেকক্ষন আপনাকে খুশি করলাম...এবার আমাকেও আপনি একটু খুশি করে দিন"
!
!
!
!
!
জবাবে সোহেল বলল
"ঠিক আছে...তুমি তাহলে আমার জায়গায় বসো। আমি নাচতেছি...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৬/০৯/২০১৪আমি পড়ে খুশি হয়ে গেলাম। বেশ হাসির।
-
একনিষ্ঠ অনুগত ০৬/০৯/২০১৪হা হা...
-
নাবিক ০৫/০৯/২০১৪হা হা হা...