সিমেন্ট কিনতে যেয়ে
সকাল বেলায়ই পল্লবকে
তার মা দোকানে পাঠালো
সিমেন্ট কিনে আনতে।
!
!
দোকান তখন
সবেমাত্র খুলেছে।
মালিক
এতো ভোরে কাশটমার
দেখে ব্যাস্ত
হয়ে পড়ল।
!
!
ওই
তোরা স্যারকে বসতে দে,
চা আনা।
চা-বিষ্কুট খাবার
পর
পল্লব বলল-
ধুর ভাই এতো সকালে
কি চা-
বিষ্কুটে কাম অয়?
!
!
!
ওই তাইলে স্যারের
লাগি পরোটা আন।
ইয়ে ছার কয়ব্যাগ
সিমেন্ট
লাগবে?
!
!
!
পরোটা খাবার পর,
পল্লব বলল ধুর
মিয়া
পরোটা খাইতে আসি নাই।
সকালে ভাত
ছাড়া অন্য কিছু
খাই না। নাকি অন্য
দোকানে যামু?
!
!
!
দোকানি নিরুপায়
হয়ে তখন
ভাত
এনে খাওয়ালো।
ছার এবার বলেন
কতব্যাগ
সিমেন্ট
লাগবে আপনার?
!
!
!
পল্লব- এতকিছু
খাওয়ার পর
একটা কোক
হলে মন্দ হয়না।
!
!
অগত্যা দোকানি নিরুপায়
হয়ে
কোক
এনে খাওয়ালো।
!
!
!
ছার
কতগুলো সিমেন্ট
দেব?
!
!
পল্লব এবার
ধিরেসুস্থে বলল,
"না মানে বেশি তো লাগবে না,
মায়ের মাটির
কলসিটা ভেঙে গেসে তো।
আমারে ২ টাকার
সিমেন্ট দেন।
তার মা দোকানে পাঠালো
সিমেন্ট কিনে আনতে।
!
!
দোকান তখন
সবেমাত্র খুলেছে।
মালিক
এতো ভোরে কাশটমার
দেখে ব্যাস্ত
হয়ে পড়ল।
!
!
ওই
তোরা স্যারকে বসতে দে,
চা আনা।
চা-বিষ্কুট খাবার
পর
পল্লব বলল-
ধুর ভাই এতো সকালে
কি চা-
বিষ্কুটে কাম অয়?
!
!
!
ওই তাইলে স্যারের
লাগি পরোটা আন।
ইয়ে ছার কয়ব্যাগ
সিমেন্ট
লাগবে?
!
!
!
পরোটা খাবার পর,
পল্লব বলল ধুর
মিয়া
পরোটা খাইতে আসি নাই।
সকালে ভাত
ছাড়া অন্য কিছু
খাই না। নাকি অন্য
দোকানে যামু?
!
!
!
দোকানি নিরুপায়
হয়ে তখন
ভাত
এনে খাওয়ালো।
ছার এবার বলেন
কতব্যাগ
সিমেন্ট
লাগবে আপনার?
!
!
!
পল্লব- এতকিছু
খাওয়ার পর
একটা কোক
হলে মন্দ হয়না।
!
!
অগত্যা দোকানি নিরুপায়
হয়ে
কোক
এনে খাওয়ালো।
!
!
!
ছার
কতগুলো সিমেন্ট
দেব?
!
!
পল্লব এবার
ধিরেসুস্থে বলল,
"না মানে বেশি তো লাগবে না,
মায়ের মাটির
কলসিটা ভেঙে গেসে তো।
আমারে ২ টাকার
সিমেন্ট দেন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আজাদ আলী ২৫/০৯/২০১৭Beautiful joke. Thanks
-
পরশ ১৫/০৭/২০১৬ভাল
-
শরীফুল ইসলাম আরশ ১৬/০৯/২০১৪গ্দ্ঘ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৬/০৯/২০১৪কৌতুকটা বেশ চমৎকার হাসির। আমরা নাম যুদ্ধে না যাই।
-
জহিরুল ইসলাম অভি ১৩/০৯/২০১৪হাহা
-
বিজয় রায় ০৭/০৯/২০১৪বেশ লিখেছেন মৃদুল ভাইয়া।। আমি একটি গল্প লিখতেছি নজর দিয়েন
-
মঞ্জুর হোসেন মৃদুল ০৪/০৯/২০১৪আজ থেকে শুরু করছি মায়াজাল উপন্যাসটি। দোয়া চাই সকলের।
-
পল্লব ০৪/০৯/২০১৪এখানে কি ইচ্ছে করেই আমার নামটা ব্যবহার করা হলো?
-
আবু সাহেদ সরকার ০৪/০৯/২০১৪হা হা হা... কি সুন্দর একটা কৌতুক পড়লাম কবি বন্ধু।