www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

গরু

গরু একটি গৃহপালিত প্রাণী। গরুর অনেক
দরকার আছে। গরু ছাড়া আমাদের
চলেনা। গরু খুব প্রয়োজনীয়।

গরুর চারটি পা আছে। গরুর যা ওজন
তাতে চার পা ছাড়া দাঁড়ানো সম্ভব না।
আল্লাহ্ পাক যাই কিছু সৃষ্টি করেন,
অনেক ভেবে চিন্তেই করেন।

চারটি পা ছাড়াও গরুর দুটি শিং আছে।
এই শিং দিয়ে তারা অনেক কিছু করে।
শিং গরুর সৌন্দর্য বাড়ায়।
শিং ছাড়া গরু দেখলে আমার মায়া লাগে।

গরুর একটি ইয়ে আছে। ইয়ে দ্বারা গরু
থেকে গরু হয়। একটা লেজ আছে গরুর।
লেজ দিয়ে গরু মশা মাছি তাড়ায়।

বেশিরভাগ গরুর লেজে গোবর
লেগে থাকে। লেজে গোবরে গরু
দেখলে রূপবতী নারীরা ঘৃণায় নাক
কুঁচকায়। গরুতো মানুষ না, গরু সুচু
করতে পারেনা। গরুর অনেক বিপদ। গরু
হয়ে জন্মানোর অনেক বিপদ।

একদিন হঠাৎ একজন মানুষ গরু থেকে দুধ
নেয়া শিখলো। সে মানুষটা ক্রিয়েটিভ
ছিলেন। ছিলেন একজন শিকারি।
শিকারি চোখজোড়া দেখে তিনি বুঝেছেন
বাছুর খেতে পারলে আমরা মানুষেরাও
পারবো। এ থেকে বোঝা যায় সেই
ক্রিয়েটিভ মানুষটা একজন
সাম্রাজ্যবাদী। ভালো যা কিছু
তা তুলে আনা, টেনে বের করা, দখল
করাই তার কাজ।

গরু ল্যাদা দেয়। গরুর
ল্যাদা ভালো সার। গরু গুঁতা দেয়, গরুর
গুঁতা ডেঞ্জারাস।

মানুষ একটি বন্য প্রাণী। তবে মানুষের
মস্তিষ্ক সবচে জটিল হবার
কারণে এরা বাড়ি ঘর বানাতে শিখেছে।
বাড়ি ঘর বানিয়েও এদের হয়নি। মানুষের
শেষ নেই। মানুষ বদলাচ্ছে, প্রতিনিয়ত
বদলাচ্ছে। সামান্য মস্তিষ্ক
খাটিয়ে এরা যা খুশি তাই করছে।

মানুষ ভালোবাসতে পারে, মানুষ খুন
করতে পারে। মানুষ মানুষের জন্যে,
মানুষ মানুষের বিরুদ্ধে।
মানুষ মানুষ হতে পারে, মানুষ অমানুষ হতে পারে।
গরু গরুই ছিল, গরু গরুই থাকবে,
অগরু হতে পারবেনা। অগরু বলে কিছু নেই।
বিষয়শ্রেণী: কৌতুক
ব্লগটি ৮৫৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/০৯/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আচ্ছা গরু বিশারদের শুদ্ধ বাংলা কি? গরুর প্রতি আপনার ধারনা দেখে সত্যি আমি মুগ্ধ। গরুর প্রতি আপনার ভালোবাসা অমর হউক...................
  • শূন্য ১১/০৯/২০১৪
    এটা কৌতুক মনে হচ্ছে না। গভীর কিছু আছে।
    ভাল লাগলো।
  • বিজয় রায় ০৭/০৯/২০১৪
    মৃদুল দাদা গরুর কথ্যরুপ ভাল লাগল
  • আবু সাহেদ সরকার ০২/০৯/২০১৪
    হা হা হা... কি দারুন ভাবে ফুটে তুলেছেন কবি বন্ধু গরু সম্পর্কে।
 
Quantcast