গোধুলী শেষে হাতছানি
রবিকরের ঝিমিয়ে পড়া তেজটা,
রূপালী থেকে লাল বর্ণে রূপ নিবে।
দিগন্তের সব পাখিরা এক এক করে,
ফিরে যাবে তাদের আপন নীড়ে।
দু একটা বাদুর অবশ্য অবিরাম,
ঘুরতে থাকবে মাতালের বেশে।
আকাশের চাদঁটা লজ্জা পাবে
বিকালের আলোয় তার অস্তিত্ব আবছা বলে।
যখন দিনের শেষে বিকেলের,
আলো অন্ধকারে হারিয়ে যাবে।
যখন বিদায় নেবে গোধূলী,
শুরু হলো নতুন এক সন্ধ্যার-
আসছে নতুন মায়াময়ী রজনী।
যখন তুমি দিকভ্রান্ত, একা,
এলোমেলো হয়ে চলছো উদভ্রান্তের বেশে
কাঙ্খিত কাউকে পাচ্ছোনা পাশে।
আকাশের চাঁদটা হাসছে আলো ছড়াচ্ছে,
তারারা মিটিমিটি জ্বলছে নিবছে।
তখন
যদি তোমার দিকে তাকিয়ে,
চোখে চোখ রেখে,
একগুচ্ছ কালো গোলাপ নিয়ে,
তোমাকে ভালবাসার প্রস্তাব দিই,
অার প্রত্যাশার প্রদীপ জ্বেলে,
তোমাকে পাশে পাওয়ার ইচ্ছে ব্যক্ত করে,
আমি অনন্ত
আশা নিয়ে আমার দুটি হাত তোমার দিকে বাড়াই।
তুমি কি ধরবে....?
রূপালী থেকে লাল বর্ণে রূপ নিবে।
দিগন্তের সব পাখিরা এক এক করে,
ফিরে যাবে তাদের আপন নীড়ে।
দু একটা বাদুর অবশ্য অবিরাম,
ঘুরতে থাকবে মাতালের বেশে।
আকাশের চাদঁটা লজ্জা পাবে
বিকালের আলোয় তার অস্তিত্ব আবছা বলে।
যখন দিনের শেষে বিকেলের,
আলো অন্ধকারে হারিয়ে যাবে।
যখন বিদায় নেবে গোধূলী,
শুরু হলো নতুন এক সন্ধ্যার-
আসছে নতুন মায়াময়ী রজনী।
যখন তুমি দিকভ্রান্ত, একা,
এলোমেলো হয়ে চলছো উদভ্রান্তের বেশে
কাঙ্খিত কাউকে পাচ্ছোনা পাশে।
আকাশের চাঁদটা হাসছে আলো ছড়াচ্ছে,
তারারা মিটিমিটি জ্বলছে নিবছে।
তখন
যদি তোমার দিকে তাকিয়ে,
চোখে চোখ রেখে,
একগুচ্ছ কালো গোলাপ নিয়ে,
তোমাকে ভালবাসার প্রস্তাব দিই,
অার প্রত্যাশার প্রদীপ জ্বেলে,
তোমাকে পাশে পাওয়ার ইচ্ছে ব্যক্ত করে,
আমি অনন্ত
আশা নিয়ে আমার দুটি হাত তোমার দিকে বাড়াই।
তুমি কি ধরবে....?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সফিউল্লাহ আনসারী ০১/০৯/২০১৪
-
মুস্তাকিম মান্না ২৬/০৮/২০১৪চমত্কার লিখেছেন
-
সৌমিতা ২৬/০৮/২০১৪খুব সুন্দর কবিতা, অসাধারণ অনুভূতিময়, দারুণ লাগল, অনেক অনেক অনেক শুভেচ্ছা ।।
-
সাইদুর রহমান ২৬/০৮/২০১৪দারুণ।
এতো সুন্দর থিম
পান কোথায়, মৃদুল ভাইয়া?
শুভেচ্ছা। -
একনিষ্ঠ অনুগত ২৬/০৮/২০১৪ওয়াও...
-
নাবিক ২৬/০৮/২০১৪অসাধারণ
-
শিমুদা ২৫/০৮/২০১৪কেন নয়?
খুব সুন্দর সন্ধ্যার বর্ণনা সাথে চাঁদ -
পিয়ালী দত্ত ২৫/০৮/২০১৪খুব সুন্দর কবি...
-
Shopnil Shishir(MD.Shariful Hasan) ২৫/০৮/২০১৪akrash asha niye....
-
স্বপন রোজারিও(১) ২৫/০৮/২০১৪সুন্দর হয়েছে তবে
অনন্ত আশা ভবে।
তোমার দিকে বাড়াই।
তুমি কি ধরবে....?
...
ভালো লেগেছে