দরজায় নির্বাক সঙ্গী
কষ্টগুলো প্রেম হয়ে উঁকি দেয়,
আমার একাকি ঘরের মাঝে,
কষ্টগুলো অবিরাম সঙ্গ দেয়
নিঃশব্দে বসে থাকে পাশে,
বাড়িয়ে দেয় বিষন্ন দুটি হাত।
রূপালী মেঘের ধূপছায়া কাফন থেকে
শত সহস্র রজনীর কবিতা জেগে উঠে,
সোনালী রূপালী নেকাব খুলে
সহসাই আলতো স্পর্শ দেয়
নক্ষত্রের আলো আঁধারির রাত।
নিশিরাতের কোমল হিমেল হাওয়ার ভেলায়,
কৃষ্ণনভের উদরে
মেঘ হয়ে ভাসে।
আমার একাকী ঘরে কষ্টগুলো
সুখ হয়ে ফিরে আসে।
দরজার চৌকাঠে হাত রেখে
কষ্টগুলো নির্বাক
আমার সঙ্গী হয়ে থাকে।
চোখে চোখ রেখে
হাতে হাত রেখে নিঃশব্দে।
আমার একাকি ঘরের মাঝে,
কষ্টগুলো অবিরাম সঙ্গ দেয়
নিঃশব্দে বসে থাকে পাশে,
বাড়িয়ে দেয় বিষন্ন দুটি হাত।
রূপালী মেঘের ধূপছায়া কাফন থেকে
শত সহস্র রজনীর কবিতা জেগে উঠে,
সোনালী রূপালী নেকাব খুলে
সহসাই আলতো স্পর্শ দেয়
নক্ষত্রের আলো আঁধারির রাত।
নিশিরাতের কোমল হিমেল হাওয়ার ভেলায়,
কৃষ্ণনভের উদরে
মেঘ হয়ে ভাসে।
আমার একাকী ঘরে কষ্টগুলো
সুখ হয়ে ফিরে আসে।
দরজার চৌকাঠে হাত রেখে
কষ্টগুলো নির্বাক
আমার সঙ্গী হয়ে থাকে।
চোখে চোখ রেখে
হাতে হাত রেখে নিঃশব্দে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ্রীস্বপন চক্রবর্ত্তী ২৪/০৮/২০১৪অনেকদিন পড়ে তোমায় খুঁজে পেলাম - কেমন আছ ভাই ?
-
একনিষ্ঠ অনুগত ২৪/০৮/২০১৪ভালোলাগা রেখে গেলাম।
-
তাইবুল ইসলাম ২৩/০৮/২০১৪দাদা তোমার কবিতা অনেকদিন পড়ে পড়লাম
মুগ্ধ আমি -
আসোয়াদ লোদি ২২/০৮/২০১৪সুন্দর কাব্যভাষা । সুপাঠ্য ।
-
শিমুদা ২২/০৮/২০১৪ভাল লেগেছে।
-
Shopnil Shishir(MD.Shariful Hasan) ২২/০৮/২০১৪sundor kobi