মেঘে ভাসা কষ্ট
ইদানিং কষ্টগুলো ছুটোছুটি করে দ্রুততার সাথে চিতা বাঘের মত,
কেমন যেন সব বদলে যাচ্ছে অনুভুতিটা দুর্বিষহ যন্ত্রনায় কাতর সর্বত্র।
বুকের বা পাশ টায় বড্ড ব্যাথা কেমন যেন জ্বালা অনুভুত হয়,
লেলিহান অঙ্গারের মত যেন জ্বলিয়ে পুড়িয়ে ছারখার করছে সব।
পৃথিবীতে অনেক দেশে নিউক্লিয়ার বোমা বানিয়েছে,
যেখানে ফোটে কয়েক যুগ পরও সে সব মাটিতে,
বিষ মিশ্রিত বলে সেখানে কিছুই হয়না, এমনকি ঘাসও,
মাটির কষ্টটা কেউ কি বুঝলো?
বুকের ব্যাথাটাও তেমনি, ঔষধ খেলেও কাজ করেনা,
কষ্টটা দিক হারিয়ে কি করবে ভেবে পায়না,
এক জায়গায় ঘাপটি মেরে বসে,
সেখানেই বিস্ফোরিত হয়,
তখনই ব্যাথাটা তীব্র থেকে তীব্রতর হয়।
কষ্ট বেচারাই বা কি করবে?
আগে তো একটাই নাম ছিল, কষ্ট নামে ডাকতো সবাই।
এখন যুগের সাথে, সময়ের সাথে, সবই বদলেছে
পরিবর্তন হয়েছে তার ধরনও,
চিরাচরিত নিয়মের বাইরে
যেমন লাল কষ্ট, নীল কষ্ট, হলুদ কষ্ট, কালো কষ্ট
এমনি আরও কত শত কষ্ট,
সন্তান হারানোর কষ্ট ছিল সেই সাথে যুক্ত হয়েছে বেঁচে থাকার কষ্ট,
স্বামী পরকিয়ায় আসক্ত তেমনি স্ত্রীর শরীর তার স্বামীর বন্ধুর ভোগ করার কষ্ট,
বোনের ইজ্জত যাবার কষ্ট ছিল এখন মুখ দেখানোর সেই সাথে স্বার্থপর সবার খায়েশ মেটানোর কষ্ট,
গরীব হওয়ার কষ্টের সাথে যোগ হয়েছে ফাঁসানো কেস এ আটকে তার নাম দিয়ে দেয়ার কষ্ট।
তেমনি আর কত বলব...
শুনেছি টাকা থাকলে নাকি বাঘের চোখ পাওয়া যায় হরিন তো নস্যি।
মানুষ মহাকাশে গিয়ে থাকছে আর দুনিয়া, সে তো তুচ্ছ,
একটা সময় সব প্রাকৃতিক ভাবে হত সেটাই থাকত সবার।
এখন যুগ বদলেছে তাই সব কিছুই যেমন হাতের নাগালে তেমনি সব সরে গেছে দুরে।
গাছপালা থাকত নিজের আর বন থাকতো প্রকৃতির এখন বন কিনতে পাওয়া যায়।
পুকুর থাকত নিজের আর খালবিল থাকত প্রাকৃতিক এখন নদী কিনতে পাওয়া যায়।
সেই সাথে বিক্রি হয় সমুদ্রও।
পাহাড় কিনে নিতে পারে অনেকে,কষ্টটা ছড়িয়ে গেছে।
পাহাড়ের কষ্ট, নদীর কষ্ট, গাছের কষ্ট, কার নেই কষ্ট
আর কিছুদিন পর হয়ত কষ্ট ফেরী হবে রাস্তায় রাস্তায়।
দোকানেও পসরা সাজিয়ে বসবে নানান কষ্ট বিক্রি করতে।
এক টুকরো মেঘ কেনার সাধ আমার বহুদিনের।
মেঘ না পাওয়ার কষ্টে অামি জর্জরিত।
দুমড়ে মুচড়ে যায় আমার বুকটা আমার হৃদয়ে
হাজার হাজার কুঠারের কষাঘাত রক্তক্ষরন হতে থাকে নদীর স্রোতের মত বয়ে যেতে থাকে,
না পাওয়ার বেদনা।
বিষাদ জীবন মেঘ না পাওয়ার দুঃখে।
আমি চাই যে কোন ভাবে তা কিনতে,
আমার; আমার খুব শখ মেঘ কেনার,
শুনেছি মেঘে ভিজলে নাকি পাপ কমে,
শরীরে পূর্ণতা পায় নতুন জীবন শুরু হয় তাই।
একখন্ড মেঘের মালিক আমি হতে চাই।
ইচ্ছে মতন যখন খুশী ভেজার জন্য,
আমার মেঘকে আমি সাথে নিয়ে ঘুরবো,
যেখানেই পাপ দেখবো পাপী মানুষ দেখবো,
সেখানেই ভেজাব সবাইকে।
মেঘটাকে পাঠিয়ে দিব প্রতিটা মানুষের কাছে
যেন ভিজিয়ে দিতে পারে চারিদিক,
পরিস্কার করতে চাই কষ্ট।
ভাসিয়ে দিতে চাই সবার ভ্রষ্ট,
এই পৃথিবী থেকে অন্য পৃথিবীতে।
হাসির ঝিলিক থাকবে সবদিক,
পূর্ণতায় ভরিয়ে দেব চারদিক।
আনন্দময় করতে চাই এই ভুবন এই বিশ্ব।
কেমন যেন সব বদলে যাচ্ছে অনুভুতিটা দুর্বিষহ যন্ত্রনায় কাতর সর্বত্র।
বুকের বা পাশ টায় বড্ড ব্যাথা কেমন যেন জ্বালা অনুভুত হয়,
লেলিহান অঙ্গারের মত যেন জ্বলিয়ে পুড়িয়ে ছারখার করছে সব।
পৃথিবীতে অনেক দেশে নিউক্লিয়ার বোমা বানিয়েছে,
যেখানে ফোটে কয়েক যুগ পরও সে সব মাটিতে,
বিষ মিশ্রিত বলে সেখানে কিছুই হয়না, এমনকি ঘাসও,
মাটির কষ্টটা কেউ কি বুঝলো?
বুকের ব্যাথাটাও তেমনি, ঔষধ খেলেও কাজ করেনা,
কষ্টটা দিক হারিয়ে কি করবে ভেবে পায়না,
এক জায়গায় ঘাপটি মেরে বসে,
সেখানেই বিস্ফোরিত হয়,
তখনই ব্যাথাটা তীব্র থেকে তীব্রতর হয়।
কষ্ট বেচারাই বা কি করবে?
আগে তো একটাই নাম ছিল, কষ্ট নামে ডাকতো সবাই।
এখন যুগের সাথে, সময়ের সাথে, সবই বদলেছে
পরিবর্তন হয়েছে তার ধরনও,
চিরাচরিত নিয়মের বাইরে
যেমন লাল কষ্ট, নীল কষ্ট, হলুদ কষ্ট, কালো কষ্ট
এমনি আরও কত শত কষ্ট,
সন্তান হারানোর কষ্ট ছিল সেই সাথে যুক্ত হয়েছে বেঁচে থাকার কষ্ট,
স্বামী পরকিয়ায় আসক্ত তেমনি স্ত্রীর শরীর তার স্বামীর বন্ধুর ভোগ করার কষ্ট,
বোনের ইজ্জত যাবার কষ্ট ছিল এখন মুখ দেখানোর সেই সাথে স্বার্থপর সবার খায়েশ মেটানোর কষ্ট,
গরীব হওয়ার কষ্টের সাথে যোগ হয়েছে ফাঁসানো কেস এ আটকে তার নাম দিয়ে দেয়ার কষ্ট।
তেমনি আর কত বলব...
শুনেছি টাকা থাকলে নাকি বাঘের চোখ পাওয়া যায় হরিন তো নস্যি।
মানুষ মহাকাশে গিয়ে থাকছে আর দুনিয়া, সে তো তুচ্ছ,
একটা সময় সব প্রাকৃতিক ভাবে হত সেটাই থাকত সবার।
এখন যুগ বদলেছে তাই সব কিছুই যেমন হাতের নাগালে তেমনি সব সরে গেছে দুরে।
গাছপালা থাকত নিজের আর বন থাকতো প্রকৃতির এখন বন কিনতে পাওয়া যায়।
পুকুর থাকত নিজের আর খালবিল থাকত প্রাকৃতিক এখন নদী কিনতে পাওয়া যায়।
সেই সাথে বিক্রি হয় সমুদ্রও।
পাহাড় কিনে নিতে পারে অনেকে,কষ্টটা ছড়িয়ে গেছে।
পাহাড়ের কষ্ট, নদীর কষ্ট, গাছের কষ্ট, কার নেই কষ্ট
আর কিছুদিন পর হয়ত কষ্ট ফেরী হবে রাস্তায় রাস্তায়।
দোকানেও পসরা সাজিয়ে বসবে নানান কষ্ট বিক্রি করতে।
এক টুকরো মেঘ কেনার সাধ আমার বহুদিনের।
মেঘ না পাওয়ার কষ্টে অামি জর্জরিত।
দুমড়ে মুচড়ে যায় আমার বুকটা আমার হৃদয়ে
হাজার হাজার কুঠারের কষাঘাত রক্তক্ষরন হতে থাকে নদীর স্রোতের মত বয়ে যেতে থাকে,
না পাওয়ার বেদনা।
বিষাদ জীবন মেঘ না পাওয়ার দুঃখে।
আমি চাই যে কোন ভাবে তা কিনতে,
আমার; আমার খুব শখ মেঘ কেনার,
শুনেছি মেঘে ভিজলে নাকি পাপ কমে,
শরীরে পূর্ণতা পায় নতুন জীবন শুরু হয় তাই।
একখন্ড মেঘের মালিক আমি হতে চাই।
ইচ্ছে মতন যখন খুশী ভেজার জন্য,
আমার মেঘকে আমি সাথে নিয়ে ঘুরবো,
যেখানেই পাপ দেখবো পাপী মানুষ দেখবো,
সেখানেই ভেজাব সবাইকে।
মেঘটাকে পাঠিয়ে দিব প্রতিটা মানুষের কাছে
যেন ভিজিয়ে দিতে পারে চারিদিক,
পরিস্কার করতে চাই কষ্ট।
ভাসিয়ে দিতে চাই সবার ভ্রষ্ট,
এই পৃথিবী থেকে অন্য পৃথিবীতে।
হাসির ঝিলিক থাকবে সবদিক,
পূর্ণতায় ভরিয়ে দেব চারদিক।
আনন্দময় করতে চাই এই ভুবন এই বিশ্ব।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শিমুদা ২২/০৮/২০১৪ভাল লেগেছে।
-
অদ্ভুদ ছেলে ২০/০৮/২০১৪onek valo hoise.....ktha gula sundor hoise
-
Shopnil Shishir(MD.Shariful Hasan) ২০/০৮/২০১৪thik amon ekta lekhai jeno lekhar kolpona korsilam valo laglo