দিগ্বিজয়ী প্রেমিকা
কৃষ্ণের জন্য উৎসর্গ করেছিল,
রাধা তার জীবন-যৌবন।
সম্রাট সাজাহান গড়েছিল,
তাজমহল মমতাজকে ভালবেসে।
রাজা অষ্টম এডওয়ার্ড,
ছেড়েছিল সিংহাসন তার প্রেমিকার জন্য।
অফুরন্ত এমনি হাজারও দৃষ্টান্ত,
যুগে যুগে রেখে গেছে অনেক কিংবদন্তি
বা সাধারন মানুষ শুধু তাদের ভালবাসার আলোকে।
সভ্যতার নতুন আলোকে,
আমার নিরন্ন কুটিরে আমন্ত্রন জানাব,
আগামী দিনের আলোকবর্তী মানবীকে।
প্রেমের কালজয়ী মুকুট পড়াব,
কন্ঠে জড়াবো লাল গোলাপের মালা,
কোন নারীকে নয়,
শাশ্বত প্রেমের দিগ্বিজয়ী প্রেমিকাকে।
রাধা তার জীবন-যৌবন।
সম্রাট সাজাহান গড়েছিল,
তাজমহল মমতাজকে ভালবেসে।
রাজা অষ্টম এডওয়ার্ড,
ছেড়েছিল সিংহাসন তার প্রেমিকার জন্য।
অফুরন্ত এমনি হাজারও দৃষ্টান্ত,
যুগে যুগে রেখে গেছে অনেক কিংবদন্তি
বা সাধারন মানুষ শুধু তাদের ভালবাসার আলোকে।
সভ্যতার নতুন আলোকে,
আমার নিরন্ন কুটিরে আমন্ত্রন জানাব,
আগামী দিনের আলোকবর্তী মানবীকে।
প্রেমের কালজয়ী মুকুট পড়াব,
কন্ঠে জড়াবো লাল গোলাপের মালা,
কোন নারীকে নয়,
শাশ্বত প্রেমের দিগ্বিজয়ী প্রেমিকাকে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শিমুদা ২২/০৮/২০১৪খুব সুন্দর পরিকল্পনা। কবিতায় উঠে আসল কিছু ইতিহাস। খুব ভাল লেগেছে।
-
আবু আফজাল মোহাঃ সালেহ ২১/০৮/২০১৪বেশ ভাল --
-
Shopnil Shishir(MD.Shariful Hasan) ২১/০৮/২০১৪onek sundor
-
পিয়ালী দত্ত ২০/০৮/২০১৪সুন্দর...
-
আসোয়াদ লোদি ২০/০৮/২০১৪চমৎকার ভাবনা । ভাল লাগল খুব ।