বোধ
অনেকদিন পর নিজেকে আজ খুব একা লাগছে। কেমন যেন হয়ে গেছে দিনটা। হটাৎ একটা কথা সবাই কে বলতে ইচ্ছে করছে তা হল। আজ তুমি যা করবে তা কিন্ত তোমার সঞ্চয় তাই তার প্রতিফলন কিন্ত তোমাকেই ভােগ করতে হবে। কারন পৃথিবী সব কিছু ফিরিয়ে দেয়। যে যা করবে তাকে তা ফেরৎ দিবে। তুমি আজ কাউকে একটা থাপ্পর দিলে হয়ত সে তোমাকে তা দিতে পারলো না তবে সেই একই সিচুয়েশনে তোমকেও পড়তে হবে বা তার থেকেও নির্মম হবে ঘটনা। তবে ঘটবেই কাজেই খুব খেয়াল করে চলবে মনে রাখবে যা করছো তা তোমার জমানো কাজেই যেমন জমাবে তেমনি প্রতিফলন পাবে। অতএব সবাই ভবিষ্যৎ এর কথা ভেবে চলবে এতেই আসবে মনে শান্তি নয়ত তোমার পরের জেনারেশন তোমার কাজের জন্য ভুগবে। বাস্তব কথা।।।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।