www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শুন্যতার ছায়া

কোথাও কেউ নেই যেন আমার, বড্ড একা আমি,
নিজের ছায়ার সাথে নিজেই কথা বলি।
কখনও বা কোথাও বহুদুরে,
নাম না জানা কোথাও কোন সুদুরে,
নিয়ে যাব মনের মত কাউকে,
যেথায় থাকব একান্তে,
মুক্ত আলো,
হিমেল বাতাস,
পাখির কলতানে হারাবো দুজনে,
হাঁটব, ঘুরবো, কথা বলব মন খুলে,
খেলব দুজন প্রানভরে,
ভাসবো নদীতে,
বেড়াবো পাহাড়ে,
কখনও বা সমুদ্রে,
কিন্তু কোথায় সে,
চারদিকে শুধুই যে শুন্যতা,
নির্জন বৃক্ষের মতই আমি যেন দাঁড়িয়ে একা।
নিজের দীর্ঘশ্বাস ফেলা ছাড়া,
কোথাও কেউ নেই আমার সঙ্গী শুধু নিজেরই ছায়া।

সময় যে বয়ে চলছে নিরন্তর তার বলয়ে,
বাতাস ছুটে যায় দক্ষিনে তার রাজত্বে,
নদীর স্রোত বয়ে যায় উজানে, সমুদ্রের তরে,
পাখিরা প্রতিদিন ফিরে যায় তার আপন নীড়ে।
নিসঙ্গ দ্বীপেও বাস করে ডানা মেলা অনেক পাখি,
আমি যেন এক ছাপোষা মৌন পাহাড় একা দাড়িয়ে আছি।
সব কেমন যেন স্থবির
কে বলবে আমায়,
কোথায় আমি,
কোথায় থাকি,
কেমন আছি,
আমি কি দন্ডপ্রাপ্ত আসামী?
কোথাও যে কেউ নেই আমার, চারদিকে শুধুই শুন্যতা,
নয়ত সাজাপ্রাপ্ত আসামীর মত কেন দিন কাটাচ্ছি।
ভবঘুরের জীবনও ভাল তার যে সঙ্গী পথের মাঝে,
যার আপন ঠিকানা নেই তারও কেউ না কেউ আছে,
চেনা পৃথিবী কেমন যেন অচেনা হয়ে গেছে,
মাঝে মাঝে নিজেকেই কেমন যেন অপরিচিত লাগে,
নিজের ঘরেই আমি যেন অন্য গ্রহের বাসিন্দা,
এলিয়ন হয়ে এসেছি দুনিয়ায় তাই আমি একা।
সবই কেমন যেন ফাঁকা,
সব জায়গাতেই তার শুন্যতা,
আর সঙ্গী আমার নিজের ছায়া।

কোথায় কে আমার আছে,
কোথায় খুঁজে পাব তাকে,
ভরিয়ে দিবে সেই শুন্যতা,
সঙ্গী করে নিবে আমার ছায়া।
যে শুধু আমারই অপেক্ষায় থাকে,
শুধু আমারই প্রতিক্ষায় আছে,
পথচেয়ে বসে আছে প্রতিনিয়ত খুজে চলছে আমার ছায়া।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৩০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০৮/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুশান্ত মান্না ১৯/০৮/২০১৪
    ভালো
  • রায়হান রহমান ১৮/০৮/২০১৪
    সুন্দর
    হয়েছে।
    • অনেক ধন্যবাদ। ভালবাসা রইল। ভাল থাকুন এভাবেই পাশে থাকুন।
      • রায়হান রহমান ১৮/০৮/২০১৪
        দোয়া করবেন...যাতে পাশে থাকতে পারি
  • Shopnil Shishir(MD.Shariful Hasan) ১৭/০৮/২০১৪
    sundor
  • খুব ভালো
  • সুব্রত ঘোষ ১৭/০৮/২০১৪
    Valo kobita, valo thakun kobi
  • Shopnil Shishir(MD.Shariful Hasan) ১৭/০৮/২০১৪
    chomotkar
 
Quantcast