রাজকন্যা পুস্পিতা
পুস্পিতা, এমন রূপের রাজকন্যা,
তাকে দেখে শরমে মুখ লুকায়-
রাতের ভরা পূর্নিমা।
লজ্জায় রেখা টানে-
ফয়েজ লেকের ফোটা পদ্মফুল,
তার রূপের টানে উত্তাল হয়ে উঠে-
রোমাঞ্চিত সাগরের বুক।
যখন তার ডাগর কালো হরিনী-
চোখে ঝড়ে পড়ে অশ্রু,
শরাবের মতই তপ্ত,
আবে-হায়াতের মত পবিত্র,
সৃষ্টির বৃত্তের মতই দীপ্ত, উজ্জ্বল,
হৃদয় তার মাখনের মত মোলায়েম
মেঘের মত প্রাণোচ্ছল।
তার নিকট কালো চুল মুখ আড়াল করে,
রূপসায়ারের মত তরঙ্গ হয়ে ভাসে।
তার দুই আঁখিতে স্বপ্ন আঁকে,
দীপ্ত মানুষের প্রজ্জ্বোলিত ছবি।
নন্দিত এই সুন্দরী রূপকন্যা,
পুস্পিতা সেই রাজকন্যা।
তাকে দেখে শরমে মুখ লুকায়-
রাতের ভরা পূর্নিমা।
লজ্জায় রেখা টানে-
ফয়েজ লেকের ফোটা পদ্মফুল,
তার রূপের টানে উত্তাল হয়ে উঠে-
রোমাঞ্চিত সাগরের বুক।
যখন তার ডাগর কালো হরিনী-
চোখে ঝড়ে পড়ে অশ্রু,
শরাবের মতই তপ্ত,
আবে-হায়াতের মত পবিত্র,
সৃষ্টির বৃত্তের মতই দীপ্ত, উজ্জ্বল,
হৃদয় তার মাখনের মত মোলায়েম
মেঘের মত প্রাণোচ্ছল।
তার নিকট কালো চুল মুখ আড়াল করে,
রূপসায়ারের মত তরঙ্গ হয়ে ভাসে।
তার দুই আঁখিতে স্বপ্ন আঁকে,
দীপ্ত মানুষের প্রজ্জ্বোলিত ছবি।
নন্দিত এই সুন্দরী রূপকন্যা,
পুস্পিতা সেই রাজকন্যা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Shopnil Shishir(MD.Shariful Hasan) ১৩/০৮/২০১৪osadaron
-
রামবল্লভ দাস ১৩/০৮/২০১৪অসাধারন ।
-
আসোয়াদ লোদি ১২/০৮/২০১৪উপমার প্রয়োগ কবিতার সৌন্দর্য বাড়িয়েছে অনেক । সাবলীল গতিময় বৈশিষ্ট্য পাঠে আনন্দ আনে ।
-
কবি মোঃ ইকবাল ১২/০৮/২০১৪রাজকন্যার রূপে মুগ্ধ হয়ে গেলাম ভাই।