প্রেম কি
তোমার মুখোমুখি হলে
কেন জানি
জিভ আড়ষ্ট হয়ে আসে,
ত্বকের নিচে আগুনের
স্রোত বয়ে যায়।
চোখে ঝাপসা দেখি,
কানে ঝন ঝন শব্দ শুনি,
শরীরে ঘাম ঝরে
কাঁপুনি আসে;
ম্লান হয়ে যাই যেন
মাটি চাপা ঘাসের মতো।
জানতে ইচ্ছে করে
প্রেম কি যাচিলে মেলে,
না সাধিলে মেলে?
কেন জানি
জিভ আড়ষ্ট হয়ে আসে,
ত্বকের নিচে আগুনের
স্রোত বয়ে যায়।
চোখে ঝাপসা দেখি,
কানে ঝন ঝন শব্দ শুনি,
শরীরে ঘাম ঝরে
কাঁপুনি আসে;
ম্লান হয়ে যাই যেন
মাটি চাপা ঘাসের মতো।
জানতে ইচ্ছে করে
প্রেম কি যাচিলে মেলে,
না সাধিলে মেলে?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পিয়ালী দত্ত ১১/০৮/২০১৪সত্যিই খুব ভাল কবি...
-
আসোয়াদ লোদি ১১/০৮/২০১৪প্রেম নিয়ে সুন্দর প্রশ্ন । ভাবতে হবে ।
-
Shopnil Shishir(MD.Shariful Hasan) ১১/০৮/২০১৪osadaraon
-
কবি মোঃ ইকবাল ১১/০৮/২০১৪প্রেমের মানেটা আজও বুঝতে পারলাম না ভাই।