পারবে কি আমাকে ভুলতে
ভুলতেই যদি চাইবে, তাহলে একা একা কেন কাঁদবে,
নিজের ভালবাসা গলা টিপো হাসিমুখে কিভাবে থাকবে,
তুমি চলে যেতে চাও যত দুরে,
এই আমাকে ছেড়ে অন্য কোন শহরে,
আমার ছায়াটাকে পিছনে ফেলে,
সত্যি বলছি আমি তোমর এতটাই মনে অাসবো,
যতটাই তুমি আমাকে ভুলতে চাইবে।
কখনও যদি কেউ জানতে চায় তোমার কাছে?
তুমি হটাৎ কেন এত চুপচাপ, কেন এত বিষন্ন,
পারবে কি তুমি জবাব দিতে?
হয়ত দেখানোর জন্য সামনে হাসবে, কথা বলবে,
তোমার চেহারায় নিষ্প্রান ভাবটা কিন্তু সবাই দেখবে,
যতই তাদের তুমি বোঝাতে চাইবে,
কথার খেই হারিয়ে যাবে, পারবে না কিছু বোঝাতে,
আমি তোমর মনে এতটাই গভীরে ঘর বেধেছি
যা ভাঙ্গতে পারবেনা, মুছতে পারবেনা এতসহজে।
আমাকে তোমার সবসময়ই এতটাই মনে পড়বে,
যতটাই তুমি আমাকে ভুলতে চাইবে।
হয়ত কোনদিন এই পৃথিবী জানতে চাইবে তোমার কাছে,
বল পৃথিবীতে মন থেকে কাকে বেশী ভালবেসে ছিলে?
মনের অজান্তেই আমারই কথায় তোমার মনে পড়বে,
হাজার চেষ্টা করেও কারও কথা বলতে পারবেনা মুখে,
পৃথিবী সব ফিরিয়ে দেয়, নিজের মত করে,
আমাকে দুরে সরাতে যেখানে তুমি চলে যাও যতটা দুরে,
আমার এই ছায়াটাকে পিছনে ফেলে।
কখনও কোথাও যদি দেখা হয়ে যায় আমাদের মাঝে,
আমরা যদি কথা নাও বলি, নাও চিনি একে অপরকে,
আমাদের ভালবাসা কিন্তু সবসময় থাকবে,
যেমনটি ছিল আগে,
ভালবাসা কখনও শেষ হয়না হতে পারেনা থাকে তা অনুভবে,
তেমনি আমি একদিন চলে যাব অনেক অনেক দুরে,
সবার ছায়াকেই পেছনে ফেলে।
আসবনা কোনদিনই তোমার কাছে ,
তখনও আমাকে তোমার ততটাই মনে পড়বে,
যতটাই আমাকে ভুলতে চেয়েছিলে।
নিজের ভালবাসা গলা টিপো হাসিমুখে কিভাবে থাকবে,
তুমি চলে যেতে চাও যত দুরে,
এই আমাকে ছেড়ে অন্য কোন শহরে,
আমার ছায়াটাকে পিছনে ফেলে,
সত্যি বলছি আমি তোমর এতটাই মনে অাসবো,
যতটাই তুমি আমাকে ভুলতে চাইবে।
কখনও যদি কেউ জানতে চায় তোমার কাছে?
তুমি হটাৎ কেন এত চুপচাপ, কেন এত বিষন্ন,
পারবে কি তুমি জবাব দিতে?
হয়ত দেখানোর জন্য সামনে হাসবে, কথা বলবে,
তোমার চেহারায় নিষ্প্রান ভাবটা কিন্তু সবাই দেখবে,
যতই তাদের তুমি বোঝাতে চাইবে,
কথার খেই হারিয়ে যাবে, পারবে না কিছু বোঝাতে,
আমি তোমর মনে এতটাই গভীরে ঘর বেধেছি
যা ভাঙ্গতে পারবেনা, মুছতে পারবেনা এতসহজে।
আমাকে তোমার সবসময়ই এতটাই মনে পড়বে,
যতটাই তুমি আমাকে ভুলতে চাইবে।
হয়ত কোনদিন এই পৃথিবী জানতে চাইবে তোমার কাছে,
বল পৃথিবীতে মন থেকে কাকে বেশী ভালবেসে ছিলে?
মনের অজান্তেই আমারই কথায় তোমার মনে পড়বে,
হাজার চেষ্টা করেও কারও কথা বলতে পারবেনা মুখে,
পৃথিবী সব ফিরিয়ে দেয়, নিজের মত করে,
আমাকে দুরে সরাতে যেখানে তুমি চলে যাও যতটা দুরে,
আমার এই ছায়াটাকে পিছনে ফেলে।
কখনও কোথাও যদি দেখা হয়ে যায় আমাদের মাঝে,
আমরা যদি কথা নাও বলি, নাও চিনি একে অপরকে,
আমাদের ভালবাসা কিন্তু সবসময় থাকবে,
যেমনটি ছিল আগে,
ভালবাসা কখনও শেষ হয়না হতে পারেনা থাকে তা অনুভবে,
তেমনি আমি একদিন চলে যাব অনেক অনেক দুরে,
সবার ছায়াকেই পেছনে ফেলে।
আসবনা কোনদিনই তোমার কাছে ,
তখনও আমাকে তোমার ততটাই মনে পড়বে,
যতটাই আমাকে ভুলতে চেয়েছিলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মঞ্জুর হোসেন মৃদুল ১১/০৮/২০১৪অনেক ধন্যবাদ পড়ার জন্য।
-
আবু আফজাল মোহাঃ সালেহ ১১/০৮/২০১৪অসাধারন! খুব ভালো।
-
আসোয়াদ লোদি ১১/০৮/২০১৪ভাববোধের সাবলীল প্রকাশ দেখি কবিতায় ।
-
Shopnil Shishir(MD.Shariful Hasan) ১০/০৮/২০১৪vola ki atoi sohoj?
-
কবি মোঃ ইকবাল ১০/০৮/২০১৪মুগ্ধ করে দিলেন ভাই।
-
ইমন শরীফ ১০/০৮/২০১৪তোমার পিছু ছাড়বোনা এই মনোভাবটিই
প্রতিবিম্বিত হচ্ছে কবিতায়।