দিনান্তের ঘন্টা
গেছে কত মিনিট, মাস, বছর এমনি কেটে,
সময়ের ঘড়ি থেকে অমূল্য মূহূর্ত সব দিয়েছি ছেটে।
কিছু করেছি কাজ কিছু তার অকারনে গেছে,
বাকী সব যা ছিল মোর অবহেলায় হারিয়েছে।
দিন শেষে জীবনের প্রান্ত সীমায় দাড়িয়ে আজি,
যবে চাহিলাম পশ্চাতে ফিরে মনের বাতায়ন খুলি,
যা করেছি, যা দিয়েছি অপরে হয়েছে তার ভাগী।
এখন সময়তো নেই আর নতুন করে কিছু করার,
দিনান্তের ঘন্টা ধ্বনি বাজিতেছে যেন বারবার।
জীবনের খেলা শেষে এবার ফিরে যেতে হবে-
অর্হনিশি জপে তব নাম ভাবিতেছি নীরবে।
আমার অতীত অনাকাঙ্খিত সব দুষ্কর্মের তরে,
মাগিতেছি প্রভু ক্ষমা ভিক্ষা, ক্ষমা করো মোরে।
সময়ের ঘড়ি থেকে অমূল্য মূহূর্ত সব দিয়েছি ছেটে।
কিছু করেছি কাজ কিছু তার অকারনে গেছে,
বাকী সব যা ছিল মোর অবহেলায় হারিয়েছে।
দিন শেষে জীবনের প্রান্ত সীমায় দাড়িয়ে আজি,
যবে চাহিলাম পশ্চাতে ফিরে মনের বাতায়ন খুলি,
যা করেছি, যা দিয়েছি অপরে হয়েছে তার ভাগী।
এখন সময়তো নেই আর নতুন করে কিছু করার,
দিনান্তের ঘন্টা ধ্বনি বাজিতেছে যেন বারবার।
জীবনের খেলা শেষে এবার ফিরে যেতে হবে-
অর্হনিশি জপে তব নাম ভাবিতেছি নীরবে।
আমার অতীত অনাকাঙ্খিত সব দুষ্কর্মের তরে,
মাগিতেছি প্রভু ক্ষমা ভিক্ষা, ক্ষমা করো মোরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আসোয়াদ লোদি ১০/০৮/২০১৪মানুষের সময় এভাবে অবহেলে কেটে যায় । শেষে প্রভুর কাছে আশ্রয় প্রার্থী হওয়া ছাড়া উপায় থাকে না । কবির উপলব্ধি যথার্ত বলে মনে হয়েছে ।
-
সফিউল্লাহ আনসারী ০৯/০৮/২০১৪ভালো লেগেছে .....