শুনতে কি পাও এই আর্তনাদ
বিশাল নদীবক্ষে আমি এক ডিঙ্গা!
ষ্টীমার-জাহাজের ঢেউয়ের দোলায়
ডুবু ডুবু হয়ে ভেসে থাকি।
আমি মরিচা ধরা এক ভোতা ড্রেজার!
যখন বাঁচার জন্য কিছুটা খুঁজতে চাই
'মা' হারা শিশুর কান্নার মত
কানফাটা শব্দ করে উল্টে যাই।
আমি পুরনো যুগের বাউলের একতারা!
একতারাটা বেশ ঝংকার তুলে
সুরের মূর্ছনা ছড়িয়ে হারিয়ে যায়
ঐ জিপসী, কংগোর বিকট শব্দের মাঝে।
আমি কৃষানের কাস্তে-কোদাল আর লাঙ্গল
মজুরের হাতুড়ি, শ্রমিকের যাঁতাকল
যখন সুন্দর কিছু গড়তে চাই
ওরা অশুভ শক্তির দাপটে সব তছনছ করে দেয়।
স্বাধীনতার রক্তিম সূর্য ছিনিয়ে আনতে
ফাতেমার দোসররা হয়েছে লাঞ্ছিতা
আদমজাতির পিতা শেষ রক্তের ছাপটুকু
রেখে গেছে সবুজ মাটিতে।
স্বাধীনতার রঙ্গিন আলোতে
একশ্রেনী বার বার ঝলসিত হচ্ছে
আর আমার বাঁচার অধিকার দুরের কথা
পুড়ে তামাটে হতে হতে ভস্ম হয়ে যাচ্ছি।
ষ্টীমার-জাহাজের ঢেউয়ের দোলায়
ডুবু ডুবু হয়ে ভেসে থাকি।
আমি মরিচা ধরা এক ভোতা ড্রেজার!
যখন বাঁচার জন্য কিছুটা খুঁজতে চাই
'মা' হারা শিশুর কান্নার মত
কানফাটা শব্দ করে উল্টে যাই।
আমি পুরনো যুগের বাউলের একতারা!
একতারাটা বেশ ঝংকার তুলে
সুরের মূর্ছনা ছড়িয়ে হারিয়ে যায়
ঐ জিপসী, কংগোর বিকট শব্দের মাঝে।
আমি কৃষানের কাস্তে-কোদাল আর লাঙ্গল
মজুরের হাতুড়ি, শ্রমিকের যাঁতাকল
যখন সুন্দর কিছু গড়তে চাই
ওরা অশুভ শক্তির দাপটে সব তছনছ করে দেয়।
স্বাধীনতার রক্তিম সূর্য ছিনিয়ে আনতে
ফাতেমার দোসররা হয়েছে লাঞ্ছিতা
আদমজাতির পিতা শেষ রক্তের ছাপটুকু
রেখে গেছে সবুজ মাটিতে।
স্বাধীনতার রঙ্গিন আলোতে
একশ্রেনী বার বার ঝলসিত হচ্ছে
আর আমার বাঁচার অধিকার দুরের কথা
পুড়ে তামাটে হতে হতে ভস্ম হয়ে যাচ্ছি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রসেনজিৎ রায় ০৯/০৮/২০১৪প্রসংশনীয়।
-
Shopnil Shishir(MD.Shariful Hasan) ০৯/০৮/২০১৪sundor
-
আসগার এইচ পারভেজ ০৯/০৮/২০১৪চমৎকার কাব্যিক উপস্থাপনা, খুব ভালো লাগল.....