সময় ও বন্ধু
সময় ও স্রোত কারও জন্যে থাকে না অপেক্ষায়,
উল্টো, মানুষ থাকে কারও না কারও প্রতীক্ষায়।
বৃত্তের আবদ্ধে বন্দি সব, থাকে কারও না কারও ছায়ায়,
প্রতিনিয়ত ঘুরছে সব আপন কক্ষপথে নিজ নিজ মায়ায়।
প্রকৃতি ও মায়া প্রতিনিয়ত বদলে দেয় সময়কে,
সময় ছুটে চলে দুর্বার গতিতে, তার সাথে ছোটে মানুষ।
কিছু মানুষ নিজেই বদলে যায়, তারই নিজের স্বার্থে,
স্বার্থটাই যে তখন বড় হয়ে দাঁড়ায়, জীবনের তাগিদে।
জীবনের তাগিদে মানুষ অন্য কোন মানুষকে বন্ধু করে নেয় ,
আবার কিছু বন্ধু হারিয়ে যায় তারই আপন স্বার্থের টানে।
কিছু বন্ধু পুরোপুরি শুদ্ধ করে দেয় বন্ধুর জীবনকে,
জীবনটাকে আবার বিষিয়ে তোলে তেমনি কিছু বন্ধু।
কিছু বন্ধু জীবনকে এলোমেলো করে দেয় মিথ্যা অভিনয়ে।
অভিনয় দিয়েই কিছু বন্ধু জীবন সাজিয়ে দেয় কিছু না ভেবেই।
আর কিছু বন্ধু স্থান করে নেয় হৃদয়ের গভীরে,
যে চলে গেলেও ভোলা যায় না তাকে কোনো ভাবে।
আর এই বন্ধুগুলো হয় আমাদের এতোটাই আপন,
যারা মনের সাথে মন মিলিয়ে পাশে থাকে সারাটা জীবন।
উল্টো, মানুষ থাকে কারও না কারও প্রতীক্ষায়।
বৃত্তের আবদ্ধে বন্দি সব, থাকে কারও না কারও ছায়ায়,
প্রতিনিয়ত ঘুরছে সব আপন কক্ষপথে নিজ নিজ মায়ায়।
প্রকৃতি ও মায়া প্রতিনিয়ত বদলে দেয় সময়কে,
সময় ছুটে চলে দুর্বার গতিতে, তার সাথে ছোটে মানুষ।
কিছু মানুষ নিজেই বদলে যায়, তারই নিজের স্বার্থে,
স্বার্থটাই যে তখন বড় হয়ে দাঁড়ায়, জীবনের তাগিদে।
জীবনের তাগিদে মানুষ অন্য কোন মানুষকে বন্ধু করে নেয় ,
আবার কিছু বন্ধু হারিয়ে যায় তারই আপন স্বার্থের টানে।
কিছু বন্ধু পুরোপুরি শুদ্ধ করে দেয় বন্ধুর জীবনকে,
জীবনটাকে আবার বিষিয়ে তোলে তেমনি কিছু বন্ধু।
কিছু বন্ধু জীবনকে এলোমেলো করে দেয় মিথ্যা অভিনয়ে।
অভিনয় দিয়েই কিছু বন্ধু জীবন সাজিয়ে দেয় কিছু না ভেবেই।
আর কিছু বন্ধু স্থান করে নেয় হৃদয়ের গভীরে,
যে চলে গেলেও ভোলা যায় না তাকে কোনো ভাবে।
আর এই বন্ধুগুলো হয় আমাদের এতোটাই আপন,
যারা মনের সাথে মন মিলিয়ে পাশে থাকে সারাটা জীবন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইমন শরীফ ০৭/০৮/২০১৪জীবনের প্রয়োজন আর প্রয়োজনের তাগিদ বলেই কথা।
-
প্রসেনজিৎ রায় ০৭/০৮/২০১৪খুব ভালো লিখেছন কবি।
-
সুরজিৎ সী ০৭/০৮/২০১৪চমৎকার লাগলো দাদাভাই।
-
রামবল্লভ দাস ০৭/০৮/২০১৪কবিতায় মুগ্ধ হলাম মৃদুল দা ; অসাধারণ !!
-
কবি মোঃ ইকবাল ০৭/০৮/২০১৪অসাধারন ভাবনায় লিখা ভাই।