বিবর্ণ অাকাশ
অনেক দিন দেখা হয়না বিশাল আকাশটা,
জানালায় দু টুকরো আকাশ, সবসময় বাধা।
চার দেয়ালের ভিতর আবদ্ধ আমি,
হালকা আসবাব আর দুটো জানালা, আমার সঙ্গী।
বিছানাটা জানালার সাথে লাগোয়া,
শুয়ে থেকে সময় কাটেনা, বাইরে দেখা ছাড়া।
রবিকরের রোদে সবই বিবর্ণ, ধুসর কিংবা সুরমা,
আকাশি নীল কিংবা সাদা নয়,
কেমন যেন রংটা, ঠিক বোঝানো যাবেনা।
দুর্বল হাতটা পেতে চায়,
সে আকাশ উদ্দাম নীরোগ শয্যা, অবকাশ
বাধা দেয় জানালা দরজা।
মেঘেরা উড়ে উড়ে কত দুরে দুরে যাচ্ছে ভেসে,
বিশাল আকাশটায় পাখিগুলো কত ক্ষুদ্র
কাক উড়ে, পায়রারা খেলা করে,
আরও কিছু ছোট ছোট পাখি,
শঙ্খচিল গুলো আপন মনে উড়ে উড়ে,
চলেছে কোন সুদুরে তার নীড়ে।
স্তব্ধ ডানার শব্দ শুধু ভাসে দু চোখে,
ওদের কথা গুলো অস্পষ্ট, খুব ক্ষীন, আসেনা কানে।
অসুস্থ মনটা উড়তে চায়,
সে আকাশ উদ্দাম নীরোগ শয্যা, অবকাশ
বাধা দেয় দরজা জানালা।
প্রচন্ড গরম, হাওয়া নেই,
দুরন্ত গ্রীস্ম শুধু বয়ে যায়,
বিবর্ণ অাকাশ দেখে দেখে।
জানালায় দু টুকরো আকাশ, সবসময় বাধা।
চার দেয়ালের ভিতর আবদ্ধ আমি,
হালকা আসবাব আর দুটো জানালা, আমার সঙ্গী।
বিছানাটা জানালার সাথে লাগোয়া,
শুয়ে থেকে সময় কাটেনা, বাইরে দেখা ছাড়া।
রবিকরের রোদে সবই বিবর্ণ, ধুসর কিংবা সুরমা,
আকাশি নীল কিংবা সাদা নয়,
কেমন যেন রংটা, ঠিক বোঝানো যাবেনা।
দুর্বল হাতটা পেতে চায়,
সে আকাশ উদ্দাম নীরোগ শয্যা, অবকাশ
বাধা দেয় জানালা দরজা।
মেঘেরা উড়ে উড়ে কত দুরে দুরে যাচ্ছে ভেসে,
বিশাল আকাশটায় পাখিগুলো কত ক্ষুদ্র
কাক উড়ে, পায়রারা খেলা করে,
আরও কিছু ছোট ছোট পাখি,
শঙ্খচিল গুলো আপন মনে উড়ে উড়ে,
চলেছে কোন সুদুরে তার নীড়ে।
স্তব্ধ ডানার শব্দ শুধু ভাসে দু চোখে,
ওদের কথা গুলো অস্পষ্ট, খুব ক্ষীন, আসেনা কানে।
অসুস্থ মনটা উড়তে চায়,
সে আকাশ উদ্দাম নীরোগ শয্যা, অবকাশ
বাধা দেয় দরজা জানালা।
প্রচন্ড গরম, হাওয়া নেই,
দুরন্ত গ্রীস্ম শুধু বয়ে যায়,
বিবর্ণ অাকাশ দেখে দেখে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইদুর রহমান ০৪/০৮/২০১৪
-
মল্লিকা রায় ০৪/০৮/২০১৪খুব ভাল একটা লেখা কবিতা পেলাম,পড়লাম খুব ভাল লাগলো,শুভেচ্ছা জানালাম কবি মিদুল।
-
কোয়েল ০৪/০৮/২০১৪কবিতাটি পড়ে নিজের অনেকগুলি অনুভূতির সাথে মিলে খুঁজে পেলাম।অনেক সময় দূরের ঐ আকাশটাকে বড় বেশিই বিবর্ণ আর নির্বাক লাগে।যেন মনে হয়, ও সব দেখছে; সবটা জানে অ।তবু যেন ওর কিছু করার নেই।
লেখাটার উপস্থাপনা খুবই সাবলীল। পড়তে বেশ লাগল। -
রামবল্লভ দাস ০৪/০৮/২০১৪দারুণ । সুপ্রভাত ।
-
আবু সঈদ আহমেদ ০৩/০৮/২০১৪চলতে থাকুক। অনেক দিন পর আপনার লেখা পড়লাম।
-
পথ কবি ০৩/০৮/২০১৪খুব সুন্দর;;;;;
-
আবু আফজাল মোহাঃ সালেহ ০৩/০৮/২০১৪অনেক ভালমানের কবিতাটি।
পোষ্ট করে দিন, মৃদুল ভাইয়া।
শুভ কামনা