www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিবর্ণ অাকাশ

অনেক দিন দেখা হয়না বিশাল আকাশটা,
জানালায় দু টুকরো আকাশ, সবসময় বাধা।
চার দেয়ালের ভিতর আবদ্ধ আমি,
হালকা আসবাব আর দুটো জানালা, আমার সঙ্গী।
বিছানাটা জানালার সাথে লাগোয়া,
শুয়ে থেকে সময় কাটেনা, বাইরে দেখা ছাড়া।
রবিকরের রোদে সবই বিবর্ণ, ধুসর কিংবা সুরমা,
আকাশি নীল কিংবা সাদা নয়,
কেমন যেন রংটা, ঠিক বোঝানো যাবেনা।
দুর্বল হাতটা পেতে চায়,
সে আকাশ উদ্দাম নীরোগ শয্যা, অবকাশ
বাধা দেয় জানালা দরজা।

মেঘেরা উড়ে উড়ে কত দুরে দুরে যাচ্ছে ভেসে,
বিশাল আকাশটায় পাখিগুলো কত ক্ষুদ্র
কাক উড়ে, পায়রারা খেলা করে,
আরও কিছু ছোট ছোট পাখি,
শঙ্খচিল গুলো আপন মনে উড়ে উড়ে,
চলেছে কোন সুদুরে তার নীড়ে।
স্তব্ধ ডানার শব্দ শুধু ভাসে দু চোখে,
ওদের কথা গুলো অস্পষ্ট, খুব ক্ষীন, আসেনা কানে।
অসুস্থ মনটা উড়তে চায়,
সে আকাশ উদ্দাম নীরোগ শয্যা, অবকাশ
বাধা দেয় দরজা জানালা।

প্রচন্ড গরম, হাওয়া নেই,
দুরন্ত গ্রীস্ম শুধু বয়ে যায়,
বিবর্ণ অাকাশ দেখে দেখে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬০৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০৮/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সাইদুর রহমান ০৪/০৮/২০১৪
    এতো সুন্দর কবিতাটি বাংলা-কবিতায়
    পোষ্ট করে দিন, মৃদুল ভাইয়া।
    শুভ কামনা
    • বাংলা কবিতায় তাে আমার একাউন্ট ব্যান করে রেখেছে প্রথমে মুখ বন্ধ করে তারপর ব্যান করে দিয়েছে। কেন এত ভয় পেল সেটাই বুঝলাম না। অবশ্য এর পেছনে অনেকে আছে যারা আমার জন্য সামনে আসতে পারছিলনা। এখন তাদের রাস্তা ক্লিয়ার হয়েছে।
  • মল্লিকা রায় ০৪/০৮/২০১৪
    খুব ভাল একটা লেখা কবিতা পেলাম,পড়লাম খুব ভাল লাগলো,শুভেচ্ছা জানালাম কবি মিদুল।
  • কোয়েল ০৪/০৮/২০১৪
    কবিতাটি পড়ে নিজের অনেকগুলি অনুভূতির সাথে মিলে খুঁজে পেলাম।অনেক সময় দূরের ঐ আকাশটাকে বড় বেশিই বিবর্ণ আর নির্বাক লাগে।যেন মনে হয়, ও সব দেখছে; সবটা জানে অ।তবু যেন ওর কিছু করার নেই।
    লেখাটার উপস্থাপনা খুবই সাবলীল। পড়তে বেশ লাগল।
  • রামবল্লভ দাস ০৪/০৮/২০১৪
    দারুণ । সুপ্রভাত ।
  • আবু সঈদ আহমেদ ০৩/০৮/২০১৪
    চলতে থাকুক। অনেক দিন পর আপনার লেখা পড়লাম।
  • পথ কবি ০৩/০৮/২০১৪
    খুব সুন্দর;;;;;
  • অনেক ভালমানের কবিতাটি।
 
Quantcast