অনূতাপের প্রতিচ্ছবি
স্বাধীনতা-
আজ বস্ত্রহীন, ক্ষুধার্ত, চোখ বাধা
এক কৃশকায় মানুষ, যার নিজের বল নেই,
অপরের দয়ায় কোন মতে টেনে চলছে জীবন।
গনতন্ত্র-
হাত-পা বাধা, নির্বাক, লোভী এক পরাধীন মানুষ,
টাকার কাছে বিক্রি, জনতার হন্তারক জননেতা,
যার জবাব দিহিতা নিলামে।
রাজনীতি-
অতি ভদ্র, বিনয়ী, মিষ্টিভাষী, যাদুকরী এক মানুষ,
যার কাঠির স্পর্শে সবাই নিঃস্ব, ভোগদখল করা
তার নৈতিক অধিকার, মালিক যেই হোক।
অসাম্প্রদায়িকতা-
আলখেল্লা, হিযাব, পাগড়ি ছদ্মবেশী এক মানুষ,
যার বচন তীরের ফলার মত, মৌলবাদী আঘাতে,
ছটফট করা কোন পায়রা বা বকপাখি।
অনাচারের অরণ্যে,
জ্বলজ্বলা চোখে হিংস্র সিংহের অহরহ বিচরন সবত্র,
অসহায় দুর্বল একটি জাতির শরীরের উপর
কালো আধারের ধারালো নখ বিধে আছে।
জ্বঁলেনা আজ, মঙ্গলের প্রতিক সেই মোমবাতি।
বিজয়ধ্বনি করতালির মাঝে হয়েছে বিলীন,
মৃত্যুঞ্জয়ী হয়েছে মানুষের প্রতিচ্ছবি।
য্বুগলদ্বয় ভুলতে বসেছে কষ্টি বদল করার
য্বুগল সূখের আহবান।
আমরা তো জন্ম নিয়েছি মাইক্রোস্পিক শুক্রানু হয়ে,
জীবিত অবস্থায় ঘুরে বেড়াচ্ছি মল-মূত্র উদরে নিয়ে।
আর মারা গেলে হবে শ্রাদ্ধ্, গলিত মৃতদেহ,
কীট, পতঙ্গ, পোকা মাকড়ের খাদ্য।
আজ বস্ত্রহীন, ক্ষুধার্ত, চোখ বাধা
এক কৃশকায় মানুষ, যার নিজের বল নেই,
অপরের দয়ায় কোন মতে টেনে চলছে জীবন।
গনতন্ত্র-
হাত-পা বাধা, নির্বাক, লোভী এক পরাধীন মানুষ,
টাকার কাছে বিক্রি, জনতার হন্তারক জননেতা,
যার জবাব দিহিতা নিলামে।
রাজনীতি-
অতি ভদ্র, বিনয়ী, মিষ্টিভাষী, যাদুকরী এক মানুষ,
যার কাঠির স্পর্শে সবাই নিঃস্ব, ভোগদখল করা
তার নৈতিক অধিকার, মালিক যেই হোক।
অসাম্প্রদায়িকতা-
আলখেল্লা, হিযাব, পাগড়ি ছদ্মবেশী এক মানুষ,
যার বচন তীরের ফলার মত, মৌলবাদী আঘাতে,
ছটফট করা কোন পায়রা বা বকপাখি।
অনাচারের অরণ্যে,
জ্বলজ্বলা চোখে হিংস্র সিংহের অহরহ বিচরন সবত্র,
অসহায় দুর্বল একটি জাতির শরীরের উপর
কালো আধারের ধারালো নখ বিধে আছে।
জ্বঁলেনা আজ, মঙ্গলের প্রতিক সেই মোমবাতি।
বিজয়ধ্বনি করতালির মাঝে হয়েছে বিলীন,
মৃত্যুঞ্জয়ী হয়েছে মানুষের প্রতিচ্ছবি।
য্বুগলদ্বয় ভুলতে বসেছে কষ্টি বদল করার
য্বুগল সূখের আহবান।
আমরা তো জন্ম নিয়েছি মাইক্রোস্পিক শুক্রানু হয়ে,
জীবিত অবস্থায় ঘুরে বেড়াচ্ছি মল-মূত্র উদরে নিয়ে।
আর মারা গেলে হবে শ্রাদ্ধ্, গলিত মৃতদেহ,
কীট, পতঙ্গ, পোকা মাকড়ের খাদ্য।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল আলিম ০২/০৮/২০১৪অতি বাস্তব ।এ রকম একটি কবিতা উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
-
আব্দুল আলিম ০২/০৮/২০১৪অতি বাস্তব ।এ রকম একটি কবিতা উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
-
দীপঙ্কর বেরা ০২/০৮/২০১৪কঠিন বাস্তব লেখা
ভাল লাগল -
রামবল্লভ দাস ০২/০৮/২০১৪বাস্তবতা খবুই কঠিন । ধন্যবাদ । কবিতা অনবদ্য ।