অনিঃশেষ পথ
একটি টেবিল, কিছু কাগজ-কলম,
একটা চেয়ার, একটি বিছানা,
দুটি বালিশ, একজোড়া চপ্পল,
বেশ চুপচাপ প্রভুর অপেক্ষায়।
আজ ফিটফাট চাদরটি কুচকাবে না,
বালিশের তুলোগুলো উচুনিচু হবেনা,
চেয়ারটা টেনে কেউ বসবেনা,
কাগজগুলোর উপর কলম দিয়ে কিছু লিখবেনা,
গুনবেনা কেউ দেয়াল ঘড়ির কাটা।
দরজা-জানালা খোলাই আছে, প্রতিদিনের মত,
এসময় চপ্পলটা হেটে বেড়ায়, থাকে ব্যস্ত,
ড্রেসিং টেবিলে উপর অলস পড়ে আছে চিরুনিটা,
আয়নাটা অনেকক্ষন একা, কেউকে দেখছেনা,
সেভিং রেজার, আফটার সেইভ লোশন,
জেল, টুথপেষ্ট, ব্রাশ,
মাউথ ওয়াশ প্রতিক্ষার প্রহর গুনছে,
শুধুমাএ প্রভুর অপেক্ষা।
সিগারেটের প্যাকেটটা খালি হচ্ছেনা অনেকক্ষন,
লাইটার বিরক্ত কেন বারবার জ্বলছেনা,
এসট্রেটা পরিচিত হাতটার ছোয়া পাচ্ছেনা।
আলনায় নিত্যপ্রয়োজনীয়
জিনিষগুলো শুকনো টাওয়েল,
লুংগি, গেন্জি, আলমারীতে দামী স্যুটব্ল্যাজার,
হাতঘড়ি, সোনার আঙটি,
ইস্ত্রী করা পেন্ট শার্ট প্রতীক্ষার প্রহর গুনছে,
শুধুমাত্র প্রভুর অপেক্ষা।
শুন্যঘরের ভারাক্রান্ত নিশ্চলা বাতাসকে
পিছনে ফেলে প্রভুর যাত্রা যে আজ অনন্তকালের পথে।
যে পথ গন্তব্যহীন এবং অনিঃশেষ।
সেখানেও হয়ত কেউ প্রতিক্ষার প্রহর গুনছে,
শুধুমাএ তারই অপেক্ষা।
একটা চেয়ার, একটি বিছানা,
দুটি বালিশ, একজোড়া চপ্পল,
বেশ চুপচাপ প্রভুর অপেক্ষায়।
আজ ফিটফাট চাদরটি কুচকাবে না,
বালিশের তুলোগুলো উচুনিচু হবেনা,
চেয়ারটা টেনে কেউ বসবেনা,
কাগজগুলোর উপর কলম দিয়ে কিছু লিখবেনা,
গুনবেনা কেউ দেয়াল ঘড়ির কাটা।
দরজা-জানালা খোলাই আছে, প্রতিদিনের মত,
এসময় চপ্পলটা হেটে বেড়ায়, থাকে ব্যস্ত,
ড্রেসিং টেবিলে উপর অলস পড়ে আছে চিরুনিটা,
আয়নাটা অনেকক্ষন একা, কেউকে দেখছেনা,
সেভিং রেজার, আফটার সেইভ লোশন,
জেল, টুথপেষ্ট, ব্রাশ,
মাউথ ওয়াশ প্রতিক্ষার প্রহর গুনছে,
শুধুমাএ প্রভুর অপেক্ষা।
সিগারেটের প্যাকেটটা খালি হচ্ছেনা অনেকক্ষন,
লাইটার বিরক্ত কেন বারবার জ্বলছেনা,
এসট্রেটা পরিচিত হাতটার ছোয়া পাচ্ছেনা।
আলনায় নিত্যপ্রয়োজনীয়
জিনিষগুলো শুকনো টাওয়েল,
লুংগি, গেন্জি, আলমারীতে দামী স্যুটব্ল্যাজার,
হাতঘড়ি, সোনার আঙটি,
ইস্ত্রী করা পেন্ট শার্ট প্রতীক্ষার প্রহর গুনছে,
শুধুমাত্র প্রভুর অপেক্ষা।
শুন্যঘরের ভারাক্রান্ত নিশ্চলা বাতাসকে
পিছনে ফেলে প্রভুর যাত্রা যে আজ অনন্তকালের পথে।
যে পথ গন্তব্যহীন এবং অনিঃশেষ।
সেখানেও হয়ত কেউ প্রতিক্ষার প্রহর গুনছে,
শুধুমাএ তারই অপেক্ষা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রামবল্লভ দাস ০২/০৮/২০১৪বেশ অন্যরকম । খুব ভালো লাগলো । মৃদুল দা । সুপ্রভাত । আপনার আজকের দিনটা শুভ হোক ।
-
মোঃ আল-আমিন ০১/০৮/২০১৪চমৎকার উপস্থাপন ভাইয়া। চরম যোগ্যতাও বটে সামনে যা দেখলেন তা দিয়েই কবিতা রচনা করে ফেললেন। সত্যিই খুব ভাল লাগলো। ধন্যবাদ
-
পিয়ালী দত্ত ৩১/০৭/২০১৪খুব সুন্দর কবিবন্ধু...
-
সাইদুর রহমান ৩১/০৭/২০১৪খুব সুন্দর কথামালা।
শব্দ চয়নও দারুণ।
ঈদ মোবারক মৃদুল ভাইয়া। -
অপূর্ব দেব ৩১/০৭/২০১৪দুর্দান্ত কবিতা । খুব ভাল ।
-
মল্লিকা রায় ৩১/০৭/২০১৪অসাধারণ
-
সফিউল্লাহ আনসারী ৩০/০৭/২০১৪শুধুমাএ তারই অপেক্ষা।!!!!
অসাধারন লেখা ! ভালো লেগেছে