ঘুম ভাঙ্গা স্বপ্ন
প্রতি রাত,
প্রতি সকাল,
সন্ধ্যা আসে যায়,
দিনান্তের পঞ্জি হতে খসে-
পড়ে অনন্তে মিলায়।
কোথা হতে এসে তারা,
ফিরে কোন বিশ্ব সভায়?
রাতে আসে আকাশে,
অযুত কোটি নক্ষত্রের ভেলা।
দিবসে প্রভাকর এসে,
সবত্র ছড়ায় আলোর মেলা।
অনাদিকাল ধরে চলছে,
আলো আধারের এই লিলাখেলা
থামেনা সময়,
থামেনা বাতাস,
থামেনা জীবন,
বয়ে চলেছে অবিরত-
কোন খেয়ালে মগন,
থামিবে তখন-
ভাংগিবে যখন ঘুম,
ভাঙ্গিবে স্বপন।
প্রতি সকাল,
সন্ধ্যা আসে যায়,
দিনান্তের পঞ্জি হতে খসে-
পড়ে অনন্তে মিলায়।
কোথা হতে এসে তারা,
ফিরে কোন বিশ্ব সভায়?
রাতে আসে আকাশে,
অযুত কোটি নক্ষত্রের ভেলা।
দিবসে প্রভাকর এসে,
সবত্র ছড়ায় আলোর মেলা।
অনাদিকাল ধরে চলছে,
আলো আধারের এই লিলাখেলা
থামেনা সময়,
থামেনা বাতাস,
থামেনা জীবন,
বয়ে চলেছে অবিরত-
কোন খেয়ালে মগন,
থামিবে তখন-
ভাংগিবে যখন ঘুম,
ভাঙ্গিবে স্বপন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মল্লিকা রায় ২৯/০৭/২০১৪
-
রামবল্লভ দাস ২৯/০৭/২০১৪দারুণ ভাবনার অনবদ্য প্রকাশ । খুবই ভালো লাগলো । ঈদ মোবারক !
-
সফিউল্লাহ আনসারী ২৯/০৭/২০১৪ঈদ মুবারাক । পরিবারের সবাইকে ঈদ
এর শুভেচ্ছা ।
শুভেচ্ছা রইলো।