ভাগ্য
অনেকদিন আগের কথ
এক রাজদরবারে খুব
সুন্দরী একটা মেয়ে নৃত্য করছিল।
নৃত্যশেষে মেয়েটা
রাজাকে একটা প্রশ্ন করলো।
(রাজা দেখতে খুব কুৎসিত ছিলো)
মেয়ে:" সৌন্দর্য ভাগ করার
সময় আপনি কোথায় ছিলেন?
রাজা:" রাগ করলেন না।
বরং হেসে উত্তর দিলেন
তুমি যখন সৌন্দর্যের
লাইনে দাড়িয়ে ছিলে।
তখন আমি ভাগ্যের
লাইনে দাড়িয়ে ছিলাম।
তাই আজ তোমার মতো
সুন্দরী আমার গোলামের মতো
নৃত্য করছো।
এই জন্য বলি,
সৌন্দর্য চাইও না ভাগ্য চাও।
তাই সবার উদ্দেশ্যে বলছি।
দুনিয়ার সব সৌন্দর্যই ভাগ্যবানদের
গোলাম হয়ে থাকে।
এক রাজদরবারে খুব
সুন্দরী একটা মেয়ে নৃত্য করছিল।
নৃত্যশেষে মেয়েটা
রাজাকে একটা প্রশ্ন করলো।
(রাজা দেখতে খুব কুৎসিত ছিলো)
মেয়ে:" সৌন্দর্য ভাগ করার
সময় আপনি কোথায় ছিলেন?
রাজা:" রাগ করলেন না।
বরং হেসে উত্তর দিলেন
তুমি যখন সৌন্দর্যের
লাইনে দাড়িয়ে ছিলে।
তখন আমি ভাগ্যের
লাইনে দাড়িয়ে ছিলাম।
তাই আজ তোমার মতো
সুন্দরী আমার গোলামের মতো
নৃত্য করছো।
এই জন্য বলি,
সৌন্দর্য চাইও না ভাগ্য চাও।
তাই সবার উদ্দেশ্যে বলছি।
দুনিয়ার সব সৌন্দর্যই ভাগ্যবানদের
গোলাম হয়ে থাকে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আবু আফজাল মোহাঃ সালেহ ০১/০৮/২০১৪বেশ ভাল।
-
মল্লিকা রায় ২৮/০৭/২০১৪খুব সুন্দর লেখনী বেশ ভাল লাগলো,শুভেচ্ছা রইল।
-
সাইদুর রহমান ২৭/০৭/২০১৪যথার্থই বলেছেন।
সুন্দর লেখনী।
শুভেচ্ছা আর আগাম ঈদ
মোবারক, মৃদুল ভাইয়া।