কদম
এই বর্ষায়
আমায় যদি দাওগো তুমি
একটি কদম ফুল
সত্যি কথা দিলেম শুধরে নেবো
জীবনের সব, যা ছিল ভুল।
মেঘ-বালিকা হয়ে তুমি না হয়
একটু বৃষ্টি দাও,
আমার ওপর এবার তোমার একটু
মৃদু দৃষ্টি দাও।
সত্যি তুমি
এই বর্ষাতে আমার হাতে
কদম তুলে দিলে,
এক ঝটকায় বুঝে নিবো আমায় তুমি
ভালোবেসেছিলে...!!!!
আমায় যদি দাওগো তুমি
একটি কদম ফুল
সত্যি কথা দিলেম শুধরে নেবো
জীবনের সব, যা ছিল ভুল।
মেঘ-বালিকা হয়ে তুমি না হয়
একটু বৃষ্টি দাও,
আমার ওপর এবার তোমার একটু
মৃদু দৃষ্টি দাও।
সত্যি তুমি
এই বর্ষাতে আমার হাতে
কদম তুলে দিলে,
এক ঝটকায় বুঝে নিবো আমায় তুমি
ভালোবেসেছিলে...!!!!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মঞ্জুর হোসেন মৃদুল ২৮/০৭/২০১৪অনেক অনেক ধন্যবাদ। ঈদ মোবারক। অনেক ভালবাসা রইল। অনেক ভাল থাকুন সর্বদা হাসি খুশি থাকুন।
-
সাইদুর রহমান ২৮/০৭/২০১৪বরাবরের মতই চমৎকার।
ঈদ মোবারক। -
ভোরের পাখি ২৮/০৭/২০১৪ভাল লাগল
-
মল্লিকা রায় ২৭/০৭/২০১৪এই নাও আমি তোমায় দিলাম একগুচ্ছ কদম ফুল--
করবে কি তুমি এ নিয়ে--পড়বে কি আর সেই অভাগীর কথা
একসাথে পথ চলতে গিয়ে হোচট্ খেলাম শুধু-----অনেক শুভেচ্ছা নিও আর ভালো থেকো। -
আব্দুল্লাহ্ আল মোন্তাজীর ২৭/০৭/২০১৪কবির আকুতি, ভাব, প্রাকৃতিক পরিবেশের কি সুসমন্বয়!
অলংকারের দিকগুলোও কতই না চমৎকার!
অভিন্দন কবি।