নিয়মের আড়ালে
সূর্য উঠে, সূর্য ডুবে
দিন যায় রাত আসে,
ঘন অন্ধকারে তারা হাসে
কৃষ্ণ নভের উরসে বসে
চারিদিকে কত সহস্র মানুষ,
কেহ সুখের বন্যায় ভাসে,
কেহ দুঃখের নদী বেয়ে চলে,
সীমাহীন অজানার উদ্দেশ্যে।
সময় রহে না প্রতীক্ষায় কাহারও,
কে এল, কে গেল, এ হিসাব,
থাকেনা সময়ের পাতায় লিখা
কত অসবে, কত যাবে আরও।
সবুজ শস্য ভরা মাঠ,
কৃষকের হৃদয় আনন্দে দোলে,
প্রকৃতির একটি নিঃশ্বাসের তোড়ে,
ভেসে যায় কোথায় কোন সূদুরে।
মাতৃ গর্ভে সন্তান, জাগায় আনন্দ,
হৃদয় গহীনে প্রেয়সী মায়ের মনে,
গর্ভে ধরা, প্রসব যাতনার অসহ্য ব্যাথা,
ব্যর্থ করে দেয়, সেই আত্মজারই অবহেলা।
গভীর শ্যামল অরণ্য শোভিত,
চপল চঞ্চল হরিণ শাবক,
তাহারই কোমল শোনিতের স্বাদ,
নিতে মাংসাশী বাঘ থাকে উৎপেঁতে।
এত সুন্দর এই ধরিত্রীর সর্বত্র,
পরিব্যাপ্ত শুধু নিয়মের আড়ালে,
অনিয়মের ছবি। আলোর পিছনে,
লুকিয়ে আছে অন্ধকারের দুর্বৃত্ত নিরবধি।৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪
দিন যায় রাত আসে,
ঘন অন্ধকারে তারা হাসে
কৃষ্ণ নভের উরসে বসে
চারিদিকে কত সহস্র মানুষ,
কেহ সুখের বন্যায় ভাসে,
কেহ দুঃখের নদী বেয়ে চলে,
সীমাহীন অজানার উদ্দেশ্যে।
সময় রহে না প্রতীক্ষায় কাহারও,
কে এল, কে গেল, এ হিসাব,
থাকেনা সময়ের পাতায় লিখা
কত অসবে, কত যাবে আরও।
সবুজ শস্য ভরা মাঠ,
কৃষকের হৃদয় আনন্দে দোলে,
প্রকৃতির একটি নিঃশ্বাসের তোড়ে,
ভেসে যায় কোথায় কোন সূদুরে।
মাতৃ গর্ভে সন্তান, জাগায় আনন্দ,
হৃদয় গহীনে প্রেয়সী মায়ের মনে,
গর্ভে ধরা, প্রসব যাতনার অসহ্য ব্যাথা,
ব্যর্থ করে দেয়, সেই আত্মজারই অবহেলা।
গভীর শ্যামল অরণ্য শোভিত,
চপল চঞ্চল হরিণ শাবক,
তাহারই কোমল শোনিতের স্বাদ,
নিতে মাংসাশী বাঘ থাকে উৎপেঁতে।
এত সুন্দর এই ধরিত্রীর সর্বত্র,
পরিব্যাপ্ত শুধু নিয়মের আড়ালে,
অনিয়মের ছবি। আলোর পিছনে,
লুকিয়ে আছে অন্ধকারের দুর্বৃত্ত নিরবধি।৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবি মোঃ ইকবাল ২৪/০৭/২০১৪ভাই মুগ্ধ হলাম লিখনীতে। শুভরাত্রি।
-
মোঃওবায় দুল হক ২৪/০৭/২০১৪সত্যিই অন্যরকম!
-
মল্লিকা রায় ২৪/০৭/২০১৪এই কবিতাটিতে তেমন আবেদন পেলাম না,পড়লাম অনেকবার।