বৃত্তের আবদ্ধতা
আমিতো ছিলাম
মেঠোপথ-প্রান্তরে দুর্বার
গতিময় চপলা হরিণী,
নিয়ে এলে
পোড়া মাটির ইট আর
কাঠের খাচার সুরম্য অট্রলিকায়।
আমিতো ছিলাম
নদীর রূপালী জলরাশির স্রোতে
ভাসমান রাজহংসীর শুভ্র পেখমে,
নিয়ে এলে
ব্যালকনির এক কোনায় অ্যাকোয়্যারিয়ামের
নানান রং এর বদ্ধ পানিতে।
আমিতো ছিলাম
প্রজাপতির বর্ণিল পাখায়
মৌমাছি-ফুলের মধুর অন্তরঙ্গ মিলনে,
নিয়ে এলে
বন্ধ প্রকোষ্টের ঝিলমিল
কামরসের বাসরশয্যায়।
আমিতো ছিলাম
সুগন্ধিময় বিশাল উন্মুখ উদ্যানে,
নিয়ে এলে
বাহারি ফুলের টবে আর
বনসাইয়ের সাজানো বাগানে।
আমিতো ছিলাম
পাহাড়চূড়ায় ঝর্ণার উৎসমুখে,
নিয়ে এলে
বন্দী মানুষের কৃত্তিম জলাধারে।
বিশাল আয়োজনে জয়জয়কারে-
ব্যক্তিস্বতন্ত্র্য, ব্যক্তিস্বাধিনতা?
না চিরাচরিত বৃত্তের আবদ্ধতা।
মেঠোপথ-প্রান্তরে দুর্বার
গতিময় চপলা হরিণী,
নিয়ে এলে
পোড়া মাটির ইট আর
কাঠের খাচার সুরম্য অট্রলিকায়।
আমিতো ছিলাম
নদীর রূপালী জলরাশির স্রোতে
ভাসমান রাজহংসীর শুভ্র পেখমে,
নিয়ে এলে
ব্যালকনির এক কোনায় অ্যাকোয়্যারিয়ামের
নানান রং এর বদ্ধ পানিতে।
আমিতো ছিলাম
প্রজাপতির বর্ণিল পাখায়
মৌমাছি-ফুলের মধুর অন্তরঙ্গ মিলনে,
নিয়ে এলে
বন্ধ প্রকোষ্টের ঝিলমিল
কামরসের বাসরশয্যায়।
আমিতো ছিলাম
সুগন্ধিময় বিশাল উন্মুখ উদ্যানে,
নিয়ে এলে
বাহারি ফুলের টবে আর
বনসাইয়ের সাজানো বাগানে।
আমিতো ছিলাম
পাহাড়চূড়ায় ঝর্ণার উৎসমুখে,
নিয়ে এলে
বন্দী মানুষের কৃত্তিম জলাধারে।
বিশাল আয়োজনে জয়জয়কারে-
ব্যক্তিস্বতন্ত্র্য, ব্যক্তিস্বাধিনতা?
না চিরাচরিত বৃত্তের আবদ্ধতা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মল্লিকা রায় ২৫/০৭/২০১৪
-
শিমুল শুভ্র ২৫/০৭/২০১৪এতো কিছু ছিলো তুমি ?
বাহ!! তোমার ভাবনা টা তো ভারি চমৎকার !!!
অসাধারন -
মারুফা তামান্না ২৫/০৭/২০১৪ভাল লিখেছেন।
-
অপূর্ব দেব ২৫/০৭/২০১৪বা সুন্দর একটা কবিতা । খুব ভালো
-
কবি মোঃ ইকবাল ২৪/০৭/২০১৪বরাবরের মতো-ই অসাধারন লিখনী ভাই।
অনাবিল মুগ্ধতা দিয়ে গেলাম।