চলে যা
চলে যা তুই,
যা চলে যা তুই
যে দিকে তোর ইচ্ছে।
আজ মুক্ত করে দিলাম তোকে,
আমার কাছ থেকে চলে যা তুই অনেক দুরে।
ভালবাসি,
এ কথাটি আর কখনও-
কোনদিন বলবো না তোরে।
সুখে যদি থাকিস তুই
আসিস না,
আর কোনদিন আমার কাছে ফিরে।
তোকে না পাওয়ার কষ্টের সুখ
খুজে নিবো সব মানুষের ভিড়ে!!!!!!
যা চলে যা,
চলে যা তুই,
অনেক অনেক অনেক দুরে!!!!!!!!!!!!!!!!!!
যা চলে যা তুই
যে দিকে তোর ইচ্ছে।
আজ মুক্ত করে দিলাম তোকে,
আমার কাছ থেকে চলে যা তুই অনেক দুরে।
ভালবাসি,
এ কথাটি আর কখনও-
কোনদিন বলবো না তোরে।
সুখে যদি থাকিস তুই
আসিস না,
আর কোনদিন আমার কাছে ফিরে।
তোকে না পাওয়ার কষ্টের সুখ
খুজে নিবো সব মানুষের ভিড়ে!!!!!!
যা চলে যা,
চলে যা তুই,
অনেক অনেক অনেক দুরে!!!!!!!!!!!!!!!!!!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবি মোঃ ইকবাল ২৩/০৭/২০১৪কেনো এত অভিমান কবিমনে??? কবিতা বেশ ভালো লেগেছে ভাই। শুভরাত্রি।
-
পিয়ালী দত্ত ২৩/০৭/২০১৪ভাল লাগা রইল কবি...