www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দুর্বার প্রত্যাশা

আটলান্টিক সমুদ্রের বিশালত্ব পেতে চাই,
বনায়নের সবুজের ভালবাসায়-
নিজেকে রাঙাতে চাই,
হিমালয় সম উচ্চ হৃদয়ের অধিকারি হতে চাই,
তবে কাঁচা মাটির ভাঙাঘর রাতারাতি
সোনা ও হীরায় মোরানো প্রাসাদে
পরিনত হোক এমন অপরিনত
কল্পবিলাসী আমি নই।

মাটির সানকি, মাটির হাড়ি সোনায় থালায় সাজুক,
বুড়িগঙ্গার দুষিত পানি
নদীর তীরবর্তী বস্তির রুপ
ধিরে ধিরে পরিস্কার, ঝকঝকে, চকচকে, হয়ে উঠুক,
প্রতারনা, হানাহানি, মারামারি, হিংসা বিদ্বেষ
ভুলে সরল পথের খোজে সবাই সামনের দিকে ছুটুক,
এমন দুর্বার প্রত্যাশা
আমাকে প্রলুব্ধ করে,
উজানে চলা ডিঙ্গি নৌকার মাঝির মত।

চালার ছোট ফুটো দিয়ে আনন্দের আতিশয্যে,
এক চিলতে জোৎস্না
দেখার সাধ আমার বহুদিনের
অমাবস্যার ঘন অন্ধকারে,
নষ্টা নারীর উ্ম্মুক্ত বদন, জুয়া ও
মাদকের মরন ছোবল পরিত্যাগ করে
শ্বাস নিবে সবাই বুক ভরে,
আমি স্থির, দারুন অভিলাষী,
অচিরেই দেখা পাব
কুয়াশা ভেদ করে নতুন সূর্যের হাসি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৩২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০৭/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • পলাশ ফারাজী ২৬/০৭/২০১৪
    অসাধারণ।
  • সুরজিৎ সী ২৩/০৭/২০১৪
    সুন্দর
    • অনেক ধন্যবাদ
  • অসাধারন কবি, খুব ভালো লাগল......
  • কবি মোঃ ইকবাল ২২/০৭/২০১৪
    ভাই চমৎকার ভাবনায় লিখা। বেশ ভালো লেগেছে। শুভরাত্রি।
    • অনেক ধন্যবাদ। ভাল থাকুন।
      • কবি মোঃ ইকবাল ২৩/০৭/২০১৪
        ভালো থাকবেন ভাই।
        • এত প্রতিউত্তরে কি পয়েন্ট আসে রিপ্লাইএ তো আসে না পয়েন্ট।
          • কবি মোঃ ইকবাল ২৪/০৭/২০১৪
            পয়েন্টের জন্য আমি প্রতিমন্তব্য করি না। এটা আমার বদভ্যাস।
            • হহাহাহহা আগে কিন্তু তা দেখিনি। যাই হোক ভাল থাকুন। ডোন্ট মাইন্ড।
  • এমন যদি হত !

    চমৎকার!

    চলুন সবে এই বাস্তববাদী কবির সাথে একমত হয়ে কাজ শুরু করি এখন থেকেই।
  • আবু সাহেদ সরকার ২২/০৭/২০১৪
    সুন্দর একটি ভাবান্তর কবি বন্ধু।
  • টি আই রাজন ২২/০৭/২০১৪
    আমিও আশা করছি, ইট কাঠের জঞ্জালময় প্রাসাদ ছেড়ে আপনি আবার শ্যামল ছায়াতলে প্রিয় মানুষের মাঝে নিজের পূর্ণতা খুজে পান। যেখানে আপনার জন্য প্রতীক্ষমান সময় আপনার স্পর্শের সান্নিধ্যে সুখ পেতে আগ্রহী হয়ে অপেক্ষায় রত। ভাল থাকুন।
 
Quantcast