দুর্বার প্রত্যাশা
আটলান্টিক সমুদ্রের বিশালত্ব পেতে চাই,
বনায়নের সবুজের ভালবাসায়-
নিজেকে রাঙাতে চাই,
হিমালয় সম উচ্চ হৃদয়ের অধিকারি হতে চাই,
তবে কাঁচা মাটির ভাঙাঘর রাতারাতি
সোনা ও হীরায় মোরানো প্রাসাদে
পরিনত হোক এমন অপরিনত
কল্পবিলাসী আমি নই।
মাটির সানকি, মাটির হাড়ি সোনায় থালায় সাজুক,
বুড়িগঙ্গার দুষিত পানি
নদীর তীরবর্তী বস্তির রুপ
ধিরে ধিরে পরিস্কার, ঝকঝকে, চকচকে, হয়ে উঠুক,
প্রতারনা, হানাহানি, মারামারি, হিংসা বিদ্বেষ
ভুলে সরল পথের খোজে সবাই সামনের দিকে ছুটুক,
এমন দুর্বার প্রত্যাশা
আমাকে প্রলুব্ধ করে,
উজানে চলা ডিঙ্গি নৌকার মাঝির মত।
চালার ছোট ফুটো দিয়ে আনন্দের আতিশয্যে,
এক চিলতে জোৎস্না
দেখার সাধ আমার বহুদিনের
অমাবস্যার ঘন অন্ধকারে,
নষ্টা নারীর উ্ম্মুক্ত বদন, জুয়া ও
মাদকের মরন ছোবল পরিত্যাগ করে
শ্বাস নিবে সবাই বুক ভরে,
আমি স্থির, দারুন অভিলাষী,
অচিরেই দেখা পাব
কুয়াশা ভেদ করে নতুন সূর্যের হাসি।
বনায়নের সবুজের ভালবাসায়-
নিজেকে রাঙাতে চাই,
হিমালয় সম উচ্চ হৃদয়ের অধিকারি হতে চাই,
তবে কাঁচা মাটির ভাঙাঘর রাতারাতি
সোনা ও হীরায় মোরানো প্রাসাদে
পরিনত হোক এমন অপরিনত
কল্পবিলাসী আমি নই।
মাটির সানকি, মাটির হাড়ি সোনায় থালায় সাজুক,
বুড়িগঙ্গার দুষিত পানি
নদীর তীরবর্তী বস্তির রুপ
ধিরে ধিরে পরিস্কার, ঝকঝকে, চকচকে, হয়ে উঠুক,
প্রতারনা, হানাহানি, মারামারি, হিংসা বিদ্বেষ
ভুলে সরল পথের খোজে সবাই সামনের দিকে ছুটুক,
এমন দুর্বার প্রত্যাশা
আমাকে প্রলুব্ধ করে,
উজানে চলা ডিঙ্গি নৌকার মাঝির মত।
চালার ছোট ফুটো দিয়ে আনন্দের আতিশয্যে,
এক চিলতে জোৎস্না
দেখার সাধ আমার বহুদিনের
অমাবস্যার ঘন অন্ধকারে,
নষ্টা নারীর উ্ম্মুক্ত বদন, জুয়া ও
মাদকের মরন ছোবল পরিত্যাগ করে
শ্বাস নিবে সবাই বুক ভরে,
আমি স্থির, দারুন অভিলাষী,
অচিরেই দেখা পাব
কুয়াশা ভেদ করে নতুন সূর্যের হাসি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পলাশ ফারাজী ২৬/০৭/২০১৪অসাধারণ।
-
সুরজিৎ সী ২৩/০৭/২০১৪সুন্দর
-
আসগার এইচ পারভেজ ২৩/০৭/২০১৪অসাধারন কবি, খুব ভালো লাগল......
-
কবি মোঃ ইকবাল ২২/০৭/২০১৪ভাই চমৎকার ভাবনায় লিখা। বেশ ভালো লেগেছে। শুভরাত্রি।
-
আব্দুল্লাহ্ আল মোন্তাজীর ২২/০৭/২০১৪এমন যদি হত !
চমৎকার!
চলুন সবে এই বাস্তববাদী কবির সাথে একমত হয়ে কাজ শুরু করি এখন থেকেই। -
আবু সাহেদ সরকার ২২/০৭/২০১৪সুন্দর একটি ভাবান্তর কবি বন্ধু।
-
টি আই রাজন ২২/০৭/২০১৪আমিও আশা করছি, ইট কাঠের জঞ্জালময় প্রাসাদ ছেড়ে আপনি আবার শ্যামল ছায়াতলে প্রিয় মানুষের মাঝে নিজের পূর্ণতা খুজে পান। যেখানে আপনার জন্য প্রতীক্ষমান সময় আপনার স্পর্শের সান্নিধ্যে সুখ পেতে আগ্রহী হয়ে অপেক্ষায় রত। ভাল থাকুন।