স্পর্শ
খুব ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবে।
কারন বিষয়টা খুব সেনসেটিভ।
অনুভুতির খেলা।
তাই সঠিক ভাবে অনুভব না
করতে পারলে বোঝা যাবেনা।
মনেকর কেউ তোমায় স্পর্শ
করল অথচ
তোমার কোন
অনুভুতি হল না..
--তখন সেটাকে তুমি কি বলবে!!!
সেটা হচ্ছে অবহেলা!!!!
আবার কেউ
তোমায় স্পর্শ
করল আর
তোমার ভিতর তা থেকে
অনুভুতি হয়..
--
তবে সেটা আর কিছু না
ডাইরেক্ট ভালবাসা!!!!!
আর যদি কেউ তোমায়
স্পর্শ না করলেও
তোমার অনুভুতি হয়..
--
.
.
.
.
.
তাহলে সেটা কিন্তু ভিন্ন ।
সে বিষয়টা কি???????
.তবে সেটা হচ্ছে চুলকানি !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
কারন বিষয়টা খুব সেনসেটিভ।
অনুভুতির খেলা।
তাই সঠিক ভাবে অনুভব না
করতে পারলে বোঝা যাবেনা।
মনেকর কেউ তোমায় স্পর্শ
করল অথচ
তোমার কোন
অনুভুতি হল না..
--তখন সেটাকে তুমি কি বলবে!!!
সেটা হচ্ছে অবহেলা!!!!
আবার কেউ
তোমায় স্পর্শ
করল আর
তোমার ভিতর তা থেকে
অনুভুতি হয়..
--
তবে সেটা আর কিছু না
ডাইরেক্ট ভালবাসা!!!!!
আর যদি কেউ তোমায়
স্পর্শ না করলেও
তোমার অনুভুতি হয়..
--
.
.
.
.
.
তাহলে সেটা কিন্তু ভিন্ন ।
সে বিষয়টা কি???????
.তবে সেটা হচ্ছে চুলকানি !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তরুণ কান্তি ০৮/০৭/২০১৮মজার ব্যাপার
-
শূন্য ২১/০৭/২০১৪যদি বলি বহুৎ মজা পেলাম তাহলে একটুও বাড়িয়ে বলা হবে না।
হা হা হা হা হা হা -
মল্লিকা রায় ২০/০৭/২০১৪হাহাহাহাহাহাহহাহহাহাহাহাহা--------কি অসাধারণ কবি প্রতিভা গো মিদুল----সেটা যে আদৌ কি ভাবছি---পরে বলছি।
-
রফছান খাঁন ১৯/০৭/২০১৪মজার বেশ
-
মোঃ আল-আমিন ১৯/০৭/২০১৪হা হা হা মজা পেলাম..................।।ধন্যবাদ