সরোদের জীবনমায়া
সরোদের সুরটা বাজছে শোন,
উত্তাল সাগরের ঢেউএর মত দুলছে যেন।
কখনও উড়ছে, নিচে নামছে-
উঁচুতে উঠছে, আবার ভাসছে,
ঠিক সুখ-শান্তির পায়রার মত।
অন্যপিঠে সুরটা যেন
অদ্ভুত মায়াকাড়া, বিরহের কোন অপ্সরী,
হৃদয় স্পর্শ করা যাদুর মন্ত্রের মত,
একবার ধরা দিলে তার রক্ষা নেই,
আমৃত্যু পর্যন্ত নিশ্চিন্ত।
সুখের পালাবদল দুঃখের সাথী,
সুখের পান্ডুলিপি আমি,
দুঃখের পান্ডুলিপি তুমি,
তোমার গন্তব্য থেকে তুমি অনেক দুরে,
সরোদের তারে তারে বেজে উঠে নতুন সুর,
সে সুর তোমার, বড়ই করুন,
অনেক যাতনার, অনেক কষ্টের,
একাকিত্বের, না পাওয়ার দুঃখের,
সে সুরের লিপিকার আমি,
সুরকারও আমি।
জীবনমায়ার সরোদের তারে,
নবযাতনার সুর সৃষ্টি,
আমার অনুুপ্রেরনা,
আমার উদ্দীপনায়।
উত্তাল সাগরের ঢেউএর মত দুলছে যেন।
কখনও উড়ছে, নিচে নামছে-
উঁচুতে উঠছে, আবার ভাসছে,
ঠিক সুখ-শান্তির পায়রার মত।
অন্যপিঠে সুরটা যেন
অদ্ভুত মায়াকাড়া, বিরহের কোন অপ্সরী,
হৃদয় স্পর্শ করা যাদুর মন্ত্রের মত,
একবার ধরা দিলে তার রক্ষা নেই,
আমৃত্যু পর্যন্ত নিশ্চিন্ত।
সুখের পালাবদল দুঃখের সাথী,
সুখের পান্ডুলিপি আমি,
দুঃখের পান্ডুলিপি তুমি,
তোমার গন্তব্য থেকে তুমি অনেক দুরে,
সরোদের তারে তারে বেজে উঠে নতুন সুর,
সে সুর তোমার, বড়ই করুন,
অনেক যাতনার, অনেক কষ্টের,
একাকিত্বের, না পাওয়ার দুঃখের,
সে সুরের লিপিকার আমি,
সুরকারও আমি।
জীবনমায়ার সরোদের তারে,
নবযাতনার সুর সৃষ্টি,
আমার অনুুপ্রেরনা,
আমার উদ্দীপনায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুরজিৎ সী ১৯/০৭/২০১৪সুন্দর
-
শিমুল শুভ্র ১৯/০৭/২০১৪হুম এটাই জীবন বাস্তবতা ,আগে ও পড়েছিলাম এই কবিতাটি ।
-
রফছান খাঁন ১৮/০৭/২০১৪এটাই জীবন , এটাই বাস্তবতা । মাঝে মাঝে শুধু সুরের পরিবর্তন