লাঞ্চিত কেন হবে
মেয়েরা যেন সব জায়গায় লাঞ্চিত হওয়ার বস্তু,,
একটি মেয়ে যখন ঘর থেকে বের হয় তখন
তাকে পরতে হয় নানা বিড়ম্বনায়,,
তাকে হয়তো বখাটেদের কাছে
উত্যক্ত হতে হয়
অথবা মেয়ে বলে নানা যায়গায়
বিড়ম্বনায় পড়তে হয়...
সেদিন অফিসের পরে ফিরছিলাম,
আনমনা মনে হাঁটছি... তখন
হটাৎ শুনলাম একটি লোক
আরেকটি লোককে বললো দেখছিস
কি জিনিস যাচ্ছে.?!!
আমি তাকিয়ে দেখলাম একটি মেয়ে
হেটে যাচ্ছে তাদের
কথা শুনে মেয়েটি তাদের দিকে তাকাল
কিন্তু কিছুই বললো না,,
তবে মেয়েটির মন খারাপ হলো
এটা বুঝা গেলো,,
হয়তো মেয়েটি ভদ্র কনো
ফ্যামিলির ছিল তাই প্রতিবাদ
করেনি তা নাহলে প্রতিবাদ
করে লাঞ্চিত হতে হতো,,
এটাই কি মেয়েদের প্রতি
একজন পুরুষের আচরন হওয়া উচিত..??
একটি নারী...
সে কারো মা, কারো বোন
অথবা কারো স্ত্রী,,
তাই প্রতিটি পুরুষের উচিত
মেয়েদের উত্তাক্ত করার আগে তার
মা বা বোনের কথা ভাবা কেননা
যে মেয়েটি কে আপনি লাঞ্চিত
করছেন সে মেয়ের যায়গায় যদি
আপনার বোন অথবা স্ত্রী হতো
আর তাকে যদি অন্য কেও লাঞ্চিত করতো
তখন আপনার মনের অবস্থা কি হতো...??
আমার মনে হয় এই দিক টি
যদি প্রত্যেক বিবেকবান
ব্যক্তি ভাবে তবে আর
কোন মেয়ের লাঞ্চিত বা
ধর্ষনের খবর পত্রিকায় আসবে না।
একটি মেয়ে যখন ঘর থেকে বের হয় তখন
তাকে পরতে হয় নানা বিড়ম্বনায়,,
তাকে হয়তো বখাটেদের কাছে
উত্যক্ত হতে হয়
অথবা মেয়ে বলে নানা যায়গায়
বিড়ম্বনায় পড়তে হয়...
সেদিন অফিসের পরে ফিরছিলাম,
আনমনা মনে হাঁটছি... তখন
হটাৎ শুনলাম একটি লোক
আরেকটি লোককে বললো দেখছিস
কি জিনিস যাচ্ছে.?!!
আমি তাকিয়ে দেখলাম একটি মেয়ে
হেটে যাচ্ছে তাদের
কথা শুনে মেয়েটি তাদের দিকে তাকাল
কিন্তু কিছুই বললো না,,
তবে মেয়েটির মন খারাপ হলো
এটা বুঝা গেলো,,
হয়তো মেয়েটি ভদ্র কনো
ফ্যামিলির ছিল তাই প্রতিবাদ
করেনি তা নাহলে প্রতিবাদ
করে লাঞ্চিত হতে হতো,,
এটাই কি মেয়েদের প্রতি
একজন পুরুষের আচরন হওয়া উচিত..??
একটি নারী...
সে কারো মা, কারো বোন
অথবা কারো স্ত্রী,,
তাই প্রতিটি পুরুষের উচিত
মেয়েদের উত্তাক্ত করার আগে তার
মা বা বোনের কথা ভাবা কেননা
যে মেয়েটি কে আপনি লাঞ্চিত
করছেন সে মেয়ের যায়গায় যদি
আপনার বোন অথবা স্ত্রী হতো
আর তাকে যদি অন্য কেও লাঞ্চিত করতো
তখন আপনার মনের অবস্থা কি হতো...??
আমার মনে হয় এই দিক টি
যদি প্রত্যেক বিবেকবান
ব্যক্তি ভাবে তবে আর
কোন মেয়ের লাঞ্চিত বা
ধর্ষনের খবর পত্রিকায় আসবে না।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জে.এন. হৃদয় (পাগল-মানব) ১৮/০৭/২০১৪কতিপয় জারজদের জন্য সমাজের এ হাল ।
-
সাইদুর রহমান ১৭/০৭/২০১৪আমাদের চরিত্রের অবক্ষয় চিত্রটি
খুব সুন্দর ফুটিয়েছেন। এই তো
অবস্থা। দুঃখ লাগে। -
রাহাত হোসেন ১৬/০৭/২০১৪খুবই বাস্তবসম্মত উপস্থাপনা। সামাজিক সচেতনতা বাড়াতে সহায়ক হবে।
-
অভিজিৎ দাশগুপ্ত ১৬/০৭/২০১৪বেশ।।
-
আবু সাহেদ সরকার ১৬/০৭/২০১৪সুন্দর ভাবধারার একটি লেখনী কবি বন্ধু।