www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সম্পর্ক্ক

ঘটনা ১:
একটি 'ভাল' ছেলে আর
একটি 'খারাপ' মেয়ের মধ্যে
সম্পর্ক্ক হয়...!!!
অতঃপর যেমনটি ভাবনা তাই সত্য হয়।
মেয়েটি সবসময় তার ফায়দা দেখে।
ছেলেটিকে ভাঙ্গিয়ে নানান ছলে কৌশলে
টাকা পয়সা হাতিয়ে নেয়।
অবশেষে...............?
ছেলেটি প্রতারিত হয়... আর
সে বলে দুনিয়ার সব মেয়ে খারাপ...!!!

ঘটনা ২:
একটি 'ভাল' মেয়ের
সাথে একটি খারাপ ছেলের
সম্পর্ক্ক হয়...!!!
অতঃপর যেমনটি ভাবনা তাই সত্য হয়।
ছেলেটি সবসময় তার ফায়দা দেখে।
মেয়েটির মন ভাঙ্গিয়ে নানান ছলে কৌশলে
টাকা পয়সা হাতিয়ে নেয়। সেই সাথে তার সব
অবশেষে...............?
এইবার মেয়েটি প্রতারিত হয়...আর
মেয়েটি মনে করে
দুনিয়ার সব ছেলেই খারাপ...!!!

ঘটনা ৩:
প্রতারিত হওয়া কিন্তু ভাল
কারন সময়ে মানুষ চেনা যায়,
সেই সাথে জীবনের মানে।
অনেক ভুল ডিসিশন থেকে
মুক্তি পাওয়া যায়।
যা হয়ত পরবর্তী জীবনে
বিপদ থেকে বাচায়।
ছেলে এবং মেয়েটির
মাঝে কাকতালীয় ভাবে
কখনও পরিচয় হলেও,
তাদের মধ্যে 'বন্ধুত্ব' ছাড়া আর
কিছু হয় না...!!!
কারন আর কিছু হতে পারেনা।
আর হলেও তার কোন নাম নেই।
কেননা তারা দুইজনের
চিন্তা ধারাই ভুল...!!!
যার জন্য অনেক সময়েই
দুইজন ভাল
মানুষের মাঝে সম্পর্ক হয়না!
বা হয়ত হতে পারেনা............!!!!!
বিষয়শ্রেণী: সমসাময়িক
ব্লগটি ৮৭৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৭/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • কবি মোঃ ইকবাল ১৪/০৭/২০১৪
    সবকটিই বেশ ভালো লাগলো ভাই।
  • মল্লিকা রায় ১৪/০৭/২০১৪
    বাহ্ কি অসম্ভব সুন্দর লিখনী তোমার---সমৃদ্ধ হলাম ও মুগ্ধ।
    ভালো থেকো।শুভেচ্ছা নিও,তোমায় পাওয়া যাচ্ছেনা খুব খারাপ লাগছে বন্ধু।মন খারাপ কোর না সব ঠিক হয়ে যাবে।
  • মুনতাসির সিয়াম ১৪/০৭/২০১৪
    একদম সত্য
  • সাইদুর রহমান ১৪/০৭/২০১৪
    ঘটনা সবগুলোই ভালো।
    বেশ ভালো লাগলো।
  • শেহজাদ আমান ১৪/০৭/২০১৪
    মেয়েরাতো ভাই এমনই হয়! ভূয়া!
  • এইচ রহমান ১৪/০৭/২০১৪
    ভাল
  • হুমম,,,,,আপনার কথাটি ঠিক, তবে সবসময় যে এমন হয় তা নয়। কখনো কখনো ভালো ছেলের সাথে ভালো মেয়ে বা খারাপ ছেলের সাথে খারাপ মেয়েরও সম্পর্ক হয়....
 
Quantcast