রচনা
স্কুলে বার্ষিক পরীক্ষা আরম্ভ হলো।
প্রশ্ন দেয়ার ২০ মিনিট পর
পরীক্ষার হলে হটাৎ এক ছাত্রী
জোরে জোরে কাঁদছে।
শিক্ষকঃ কি হয়েছে তোমার। তুমি কাঁদছ কেন?
ছাত্রীঃ কাঁদছেই!!!!
শিক্ষকঃ কি হয়েছে তোমার? বলো আমাকে কাঁদছো কেন!!
ছাত্রীঃ স্যার আমার রচনা কমন পড়েনি।
এখন আমি কিভাবে তা দিব।
শিক্ষকঃ কেন?
এমন কি এসেছে যা তোমার কমন পড়েনি? কী এসেছে?
.
.
.
.
ছাত্রীঃ এসেছে ‘ছাত্রজীবন’। স্যার,
আমি তো ছাত্রী। এখন আপনিই বলুন ছাত্রী হয়ে,
আমি ‘ছাত্রজীবন’ লিখব কীভাবে।
শিক্ষকঃ বেহুশ!!!!
প্রশ্ন দেয়ার ২০ মিনিট পর
পরীক্ষার হলে হটাৎ এক ছাত্রী
জোরে জোরে কাঁদছে।
শিক্ষকঃ কি হয়েছে তোমার। তুমি কাঁদছ কেন?
ছাত্রীঃ কাঁদছেই!!!!
শিক্ষকঃ কি হয়েছে তোমার? বলো আমাকে কাঁদছো কেন!!
ছাত্রীঃ স্যার আমার রচনা কমন পড়েনি।
এখন আমি কিভাবে তা দিব।
শিক্ষকঃ কেন?
এমন কি এসেছে যা তোমার কমন পড়েনি? কী এসেছে?
.
.
.
.
ছাত্রীঃ এসেছে ‘ছাত্রজীবন’। স্যার,
আমি তো ছাত্রী। এখন আপনিই বলুন ছাত্রী হয়ে,
আমি ‘ছাত্রজীবন’ লিখব কীভাবে।
শিক্ষকঃ বেহুশ!!!!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ মুলুক আহমেদ ১৮/১১/২০১৫
-
শূন্য ২৩/০৭/২০১৪বাহ ! আপনি তো জোস লেখেন।
কবিতাও সুন্দর , কৌতুকও সুন্দর বলার অপেক্ষা রাখে না। এবার বাকি থাকলো গল্প। -
মোঃ আল-আমিন ১৯/০৭/২০১৪হা হা হো হো হা হা.....................।।
-
অরুদ্ধ সকাল ১২/০৭/২০১৪হা হা হা হা
-
মুনতাসির সিয়াম ১২/০৭/২০১৪হি হি হি।আর কোনও কথা হবে না।
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ১২/০৭/২০১৪ছাত্রীজীবন রচনা আসলে
ছাত্ররা কাঁদতো
আর ম্যাডাম সান্ত্বনা দিতো
এই তো।
খুব ভালো........ -
আবু সাহেদ সরকার ১২/০৭/২০১৪বড্ড হাসি পেলাম কবি বন্ধু।
-
পিয়ালী দত্ত ১১/০৭/২০১৪দারুন কবি...
-
কবি মোঃ ইকবাল ১১/০৭/২০১৪হা হা হা!!!!! খুব মজা পেলাম ভাই।
তাহলে প্রশ্নে এভাবে আসতে হবে,
"ছাত্র/ছাত্রী জীবন"