www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভাবনা

ভাবতো, আজি থেকে কুড়ি বছর অন্তে
আমি নেই, বেঁচে নেই কোনখানে,
আছি স্মৃতিময়তার।
তোমার ভালবাসার রাজ্যে
যেথায় ছিলাম মোরা একান্তে,
পরম যত্নে।

তখন সবকিছুই বদলাবে,
এই চেনা পথ,মাঠ,ঘাট,বৃক্ষরাজি,
বদলাবে চারিপাশ,
চেনা পৃথিবীও অচেনা হবে-
সচল সবই, অচল আমার নিশ্বাস।
মেঘ বদলে যাবে কিন্তু আকাশ থাকবে একই,
স্রোত বদলাবে কিন্তু নদী রবে ঠিকই।
রয়ে যাবে কেবলই আমার শুন্যতা,
শুধুই আমার জায়গাটা ফাকা ।

অনেক পেয়েছি আবার কিছুই পাইনি শেষঅব্দি,
অপূর্ন থেকেই গেল অনেক যা ভরাট হয়নি,
পাওয়ার আনন্দ নিয়ে অর্বিভুত হতে পারিনি,
নিষ্ঠুর প্রকৃতি আমাকে বঞ্চিত করল-
যা দেয়নি ,
দিবেওনা আর কোনদিনই।

প্রকৃতির নিয়ম তার জায়গা প্রয়োজন,
একজনকে হঠিয়ে অন্যকে প্রতিস্হাপন,
এভাবেই চলছে শুন্যস্থান পূরন।

এভাবে আরো কুড়ি বছর অন্তে,
তুমিও পৃথিবীকে,
খানিকটা শূন্যতা দেবে,
ফাঁকা করবে।
দীর্ঘশ্বাস ফেলবে হয়ত,
নিষ্ঠুর প্রকৃতি তোমাকেও করবে বঞ্চিত।
যা করেছিল আমায়।
তখন তোমার স্মৃতিময়তার..........।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৬৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০৭/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মোঃ আল-আমিন ১২/০৭/২০১৪
    চরম সত্য কথা। ধন্যবাদ ভাইজান।
    • ভাল লাগল। অনেক ভাল থাক।
  • কবি মোঃ ইকবাল ১১/০৭/২০১৪
    খুব সুন্দর কথামালায় লিখেছেন মৃদুল ভাই। মুগ্ধ হলাম লিখনীতে। শুভেচ্ছা জানবেন ভাই।
    • অনেক ধন্যবাদ।
  • টি আই রাজন ১১/০৭/২০১৪
    কুড়ি বছর পর হয়তো আপনি থাকবেন না। আপনার কবিতারা থাকবে
    । অন্য কেউ মনে রাখবে কি না জানিনা। আপনার পাঠক ভক্তরা অবশ্যই রাখবে।
 
Quantcast