www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সাধের অনুশোচনা

মানুষের কত যে স্বপ্ন থাকে, থাকে সবার কত সাধ,
হবে অগাধ ধন সম্পদ, থাকবে আকাশ চুম্বি প্রাসাদ,
চাই উচ্চ পদে অসীন, অসীম ক্ষমতার উৎস, সঙ্গে সীমাহীন দাপট।
কোনদিন এমনটি চাইনি আমি, ছিলওনা তেমন কোন উচ্চ আশা,
না চাইতেই পেয়েছি অনেক, সেই সাথে অনেক অনেক মানুষের ভালবাসা,
তাই আজ মনে হয়, অপাত্রে পতিত এ সম্পদে আমি সেজেছি কাপট।

হায়!!! প্রথম যেদিন গিয়েছিলাম আমি তার আলয়,
গ্রহন করেছিলেন জড়িয়ে ধরে, লেগে ছিল তা আমার ভিষন ভালই।
বৈশাখ সন্ধ্যার অাধো আঁধারে, ড্রইংরুমের সোফায় বসে
জেনেছিলাম অনেক জবাব যা, জানতে চেয়েছিলাম আগে,
অনেক অজানা বিষয় অজ্ঞাত রহস্যের উম্মোচন ঘটলো মুক্ত আলিঙ্গনে।

কন্ঠটা বেশ তীক্ষ্ণ, সরল হাসি ভরা মুখ ছিল যতক্ষন একান্তে ছিলাম তার,
চেহারা আহামরি নয়, শ্যামল গায়ের রং, চোখ দুটি মায়াকাড়া তাই দেখছিলাম বারবার।
শুধু ভালবাসা আর খাওয়ায় কি আর পেট ভরে? তাই চাই যে আরো কিছু,
বাহুবন্ধনে আবদ্ধ করেছিল, দিয়েছিল সব সুখ আমায়, যা ছিল অবশিষ্ট আগুপিছু।
একবার না বহুবার পাপের পংকিল আবর্তে পড়ে ক্ষতি যা হবার তা হয়েছে,
এখন শুধু অনুতাপ অার অনুশোচনা ছাড়া করার কিই বা আছে?
যতদিন রহিব এ ধরনী মাঝে, পার্থনা জানাই মোর প্রভু হে,
ক্ষমা কর মোরে, ক্ষমা করে দাও আমার প্রানের সেই মানুষটিকে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫০৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০৭/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • কবি মোঃ ইকবাল ১০/০৭/২০১৪
    চমৎকার শব্দচয়ণ আর অনন্য ভাবনার লিখনী। বেশ ভালো লাগলো মৃদুল ভাই। শুভ রাত্রি।
    • অনেক ভাল থাকুন।
  • আবু সাহেদ সরকার ১০/০৭/২০১৪
    সুন্দর একটি লিখনী।
 
Quantcast