চিঠি
ছেলে বাবার কাছে চিঠি লিখেছে ।
শ্রদ্বেয় বাপ,
পড়ার বড় চাপ।
ফুরিয়ে গেছে টাকা,
কেমনে থাকি ঢাকা...?
টাকার দরকার তাই,
কিছু টাকা চাই।
ইতি কানাই।
বাবা চিঠি পেয়ে উওর দিলেন....
শোনা জাদু কানাই,
সত্য কথা জানাই।
পকেট এখন ফাকা,
কেমনে পাঠাই টাকা...?
টাকার খুব অভাব,
ইতি তোর বাপ।
শ্রদ্বেয় বাপ,
পড়ার বড় চাপ।
ফুরিয়ে গেছে টাকা,
কেমনে থাকি ঢাকা...?
টাকার দরকার তাই,
কিছু টাকা চাই।
ইতি কানাই।
বাবা চিঠি পেয়ে উওর দিলেন....
শোনা জাদু কানাই,
সত্য কথা জানাই।
পকেট এখন ফাকা,
কেমনে পাঠাই টাকা...?
টাকার খুব অভাব,
ইতি তোর বাপ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আজাদ আলী ১৩/১০/২০১৭Bah darun cander joke.
-
মোঃ মুলুক আহমেদ ১৮/১১/২০১৫খুব হাসলাম|
ছন্দে ছন্দে কৌতুক! -
আসগার এইচ পারভেজ ০৯/০৭/২০১৪ভাল লিখেছেন ভাই
তারপর কী হলো জানতে চাই,,,, -
কবি মোঃ ইকবাল ০৮/০৭/২০১৪ছন্দে ছন্দে মজার কৌতুক। ভীষণ মজা পেলাম ভাই।
-
পিয়ালী দত্ত ০৮/০৭/২০১৪ভাল লাগল...