কষ্টের সুখ
তুমি তো বলেছিলে তুমি আমারি হবে,
আমি সরল মনে বিশ্বাস করেছিলাম সব।
তুমি আমাকে ছ্বেড়ে গেছ সেই কবে,
আমার চারপাশে সবই মৃত নেই কোন কলরব।
কতটা কষ্টে কেটেছে আমার হারানো দিনগুলো
সবার কাছে আমার কষ্টের কারন গুলো ছিল খুবই স্থুল,
তুমি কতটা স্বার্থপর কখনও ভেবে দেখেছো
দশটা লোকের মত করে আমার ভালবাসা মেপেছো।
আমি তো হৃদয় দিয়ে তোমাকে ভালবেসে ছিলাম,
বিনিময়ে তোমার কাছ থেকে এমন কি চেয়েছিলাম?
প্রেম মানেই বিশ্বাস, বিসর্জন, অনুভুতি আর সম্মান,
পুরষ্কৃত করলে বিরহ, বঞ্জনা, যাতনা দিলে অনুদান।
লাইলী মজনু, সিরি ফরহাদ কিংবা সম্রাট সাজাহান
ভালবাসার দৃষ্টান্ত সরুপ তারা কতকিছু করেছেন দান
সেসব দৃষ্টান্ত সুনিয়ে বানিয়েছিলে আমায় দয়াবান
পরিবারের কাছে আমাকে ছ্বেড়ে নিজে সাজলে মহান।
কতটা কঠিন হয়ে তুমি, আমায় ছ্বেড়ে গেলে,
ভালবাসার কসম দিয়ে, আমায় ছুড়ে ফেল্লে।
নিজের সংসার, নিজের জীবন সবই নিজের মত পেলে,
আমাকে লাউ দিয়ে বাও দিলে আমি হলাম ভদ্র ছেলে।
কত যে গল্প করেছি, কত জায়গায় গিয়েছি একসাথে,
তখনও বুঝিনি আমি আমাকে ফেলে যাবে মাঝপথে।
হাত ধরে বলেছিলে কোনদিনও ছ্বেড়ে যাবেনা আমায়,
আজ কেন তুমি পাশে নাই অামি দুর্বিসহ যাতনায়।
লক্ষঁ মিনিট হাজারো ঘন্টা কেটেছে কত বিনিদ্র রাএি,
ভালবাসার নদীতে আমি সাম্পান বিহীন এক যাএী।
আমাকে একা ফেলে চলে গেলে কোন অজানায়,
ভুলেও মনে পড়েনা কতটা ভালবেসেছিলাম তোমায়।
জানি, একদিন আমার কষ্টে কষ্ঠিত হয়ে,
ফিরে আসবে তুমি আমার আঙ্গিনায়।
দেখ আমার দুটি হাতই দেব বাড়িয়ে,
তোমার দিকে সেই একই ভঙ্গিমায়।
তোমার বিরহে আমি ক্লান্ত, এই পোড় খাওয়া জীবনে ,
যতটা কষ্ট দিয়েছ এতদিন, তা ভুলিয়ে দিবে যতনে।
আমাদের যে স্বপ্ন ছিল গো, বাধব সুখেরই ঘর দুজনে,
সৃষ্টিকর্তাও এতটা নির্দয় নয় তুষ্ট করবে তোমার মিলনে।
আমি সরল মনে বিশ্বাস করেছিলাম সব।
তুমি আমাকে ছ্বেড়ে গেছ সেই কবে,
আমার চারপাশে সবই মৃত নেই কোন কলরব।
কতটা কষ্টে কেটেছে আমার হারানো দিনগুলো
সবার কাছে আমার কষ্টের কারন গুলো ছিল খুবই স্থুল,
তুমি কতটা স্বার্থপর কখনও ভেবে দেখেছো
দশটা লোকের মত করে আমার ভালবাসা মেপেছো।
আমি তো হৃদয় দিয়ে তোমাকে ভালবেসে ছিলাম,
বিনিময়ে তোমার কাছ থেকে এমন কি চেয়েছিলাম?
প্রেম মানেই বিশ্বাস, বিসর্জন, অনুভুতি আর সম্মান,
পুরষ্কৃত করলে বিরহ, বঞ্জনা, যাতনা দিলে অনুদান।
লাইলী মজনু, সিরি ফরহাদ কিংবা সম্রাট সাজাহান
ভালবাসার দৃষ্টান্ত সরুপ তারা কতকিছু করেছেন দান
সেসব দৃষ্টান্ত সুনিয়ে বানিয়েছিলে আমায় দয়াবান
পরিবারের কাছে আমাকে ছ্বেড়ে নিজে সাজলে মহান।
কতটা কঠিন হয়ে তুমি, আমায় ছ্বেড়ে গেলে,
ভালবাসার কসম দিয়ে, আমায় ছুড়ে ফেল্লে।
নিজের সংসার, নিজের জীবন সবই নিজের মত পেলে,
আমাকে লাউ দিয়ে বাও দিলে আমি হলাম ভদ্র ছেলে।
কত যে গল্প করেছি, কত জায়গায় গিয়েছি একসাথে,
তখনও বুঝিনি আমি আমাকে ফেলে যাবে মাঝপথে।
হাত ধরে বলেছিলে কোনদিনও ছ্বেড়ে যাবেনা আমায়,
আজ কেন তুমি পাশে নাই অামি দুর্বিসহ যাতনায়।
লক্ষঁ মিনিট হাজারো ঘন্টা কেটেছে কত বিনিদ্র রাএি,
ভালবাসার নদীতে আমি সাম্পান বিহীন এক যাএী।
আমাকে একা ফেলে চলে গেলে কোন অজানায়,
ভুলেও মনে পড়েনা কতটা ভালবেসেছিলাম তোমায়।
জানি, একদিন আমার কষ্টে কষ্ঠিত হয়ে,
ফিরে আসবে তুমি আমার আঙ্গিনায়।
দেখ আমার দুটি হাতই দেব বাড়িয়ে,
তোমার দিকে সেই একই ভঙ্গিমায়।
তোমার বিরহে আমি ক্লান্ত, এই পোড় খাওয়া জীবনে ,
যতটা কষ্ট দিয়েছ এতদিন, তা ভুলিয়ে দিবে যতনে।
আমাদের যে স্বপ্ন ছিল গো, বাধব সুখেরই ঘর দুজনে,
সৃষ্টিকর্তাও এতটা নির্দয় নয় তুষ্ট করবে তোমার মিলনে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আসগার এইচ পারভেজ ০৮/০৭/২০১৪দোয়া করি আপনার মনের বাসনা যেন পূর্ণ হয়!....
-
মোঃ আল-আমিন ০৭/০৭/২০১৪ভাইজান আপনি যে এতোটা রোমান্টিক সেটা জানা ছিল না। বেশ বেশ বেশ............সাবাস আমার ভাই। খুব খুব খুব ভাল লাগল...........ও ভাল কথা ভাই, আপনার কবিতার ১৩ লাইনের “লইলী” আর ২১ লাইনের “একসাখে” ঠিক করে নিবেন। ধন্যবাদ ভাইয়...............শুভরাত্রি
-
কবি মোঃ ইকবাল ০৭/০৭/২০১৪ভাই সত্যিই অসাধারন লিখনী।আপনার মাথায় এতো চমৎকার চমৎকার ভাবনা কোথায় থেকে আসে ভাই????