www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হারিয়ে গেছে

তোমাকে আজ দারুন লাগছে
আজ যে তোমার বিয়ে,
সবাই ব্যস্ত হৈ চৈ ছুটোছুটি চারদিকে
তোমাকে একটু পরই যাবে নিয়ে ।

আগুনরঙ্গা শাড়িটি পড়ে
দামী গহনা গায়ে জড়িয়ে
স্নিগ্ধ আবরন মুখে লাগিয়ে
চলে যাবে তুমি বরের ঘরে।

আমি অভাগা দাড়িয়ে দাড়িয়ে
দেখব সবই করুন নয়নে,
হৃদয়ত আমার ভেঙ্গেই গেছে
নিয়তির নির্মম কষাঘাতে।

তোমার কি আজ মনে পড়ে
পার্কের নির্জন রাস্তাটিতে-
ঘুরে বেড়াতাম তোমার হাতটি ধরে
কত কথা বলতাম বসে ঐ গাছের নিচে।

মনে কি পড়ে, ঐ নদীর বুকে
পালতোলা নৌকায় চড়ে,
তোমার কোলে মাথা রেখে
হারিয়ে যেতাম আমি স্বপ্নের দেশে।

যেদিন প্রথম শাড়ি পড়েছিলে
টিপ দিয়েছিলে ম্যাচিং করে,
আমি দেখছিলাম অবাক হয়ে
আমার স্তম্ভিত চাহনিতে খুব লজ্জা পেয়েছিলে।

একে একে দশটি বছর যে কেটে গেছে
প্রতিদিন গিয়েছি ঐ গাছের কাছে,
কত কথা বলতাম আমি তার সাথে
প্রিয়া যে আমার হারিয়ে গেছে।




এটা ৪র্থ তম কবিতা আমার।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৪০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/০৭/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • কবি মোঃ ইকবাল ০৭/০৭/২০১৪
    অনন্য ভাবনায় লিখেছেন। খুব ভালো হয়েছে। শুভেচ্ছা রইলো।
    • ধন্যবাদ। ভালবাসা রইল।
  • এইচ রহমান ০৭/০৭/২০১৪
    josh
  • ভ্রান্ত পথিক ০৭/০৭/২০১৪
    এসব ই তো লেখার প্রেরনা ! তাই না! হাহাহা
  • মোঃ আল-আমিন ০৬/০৭/২০১৪
    ভাইজান দারুণ। আমার ভালবাসা আপনার সহিত আছে টেনশান নিয়েন না। আমাকে ঐ দিকে ফেলে নিজে একাই বাশিঁ বাজান ।তাহলে কে শুনবে। এডমিন এখন্ও আমার ব্লগ ছারেনি।।
    • তাই । ভাল লাগল। অনেক ধন্যবাদ।
      • মোঃ আল-আমিন ০৬/০৭/২০১৪
        হা ...হাহাহাহাহ।আপনার কথা শুনে আমি কাঁদব না হাঁসব বুঝতে পারছিনা। এডমিন আমার কাছে একদিন সময় নিয়েছে ।আমিও দিলাম। কারণ সবাই তো আর দিতে পারে না? হম...............।।
 
Quantcast