হারিয়ে গেছে
তোমাকে আজ দারুন লাগছে
আজ যে তোমার বিয়ে,
সবাই ব্যস্ত হৈ চৈ ছুটোছুটি চারদিকে
তোমাকে একটু পরই যাবে নিয়ে ।
আগুনরঙ্গা শাড়িটি পড়ে
দামী গহনা গায়ে জড়িয়ে
স্নিগ্ধ আবরন মুখে লাগিয়ে
চলে যাবে তুমি বরের ঘরে।
আমি অভাগা দাড়িয়ে দাড়িয়ে
দেখব সবই করুন নয়নে,
হৃদয়ত আমার ভেঙ্গেই গেছে
নিয়তির নির্মম কষাঘাতে।
তোমার কি আজ মনে পড়ে
পার্কের নির্জন রাস্তাটিতে-
ঘুরে বেড়াতাম তোমার হাতটি ধরে
কত কথা বলতাম বসে ঐ গাছের নিচে।
মনে কি পড়ে, ঐ নদীর বুকে
পালতোলা নৌকায় চড়ে,
তোমার কোলে মাথা রেখে
হারিয়ে যেতাম আমি স্বপ্নের দেশে।
যেদিন প্রথম শাড়ি পড়েছিলে
টিপ দিয়েছিলে ম্যাচিং করে,
আমি দেখছিলাম অবাক হয়ে
আমার স্তম্ভিত চাহনিতে খুব লজ্জা পেয়েছিলে।
একে একে দশটি বছর যে কেটে গেছে
প্রতিদিন গিয়েছি ঐ গাছের কাছে,
কত কথা বলতাম আমি তার সাথে
প্রিয়া যে আমার হারিয়ে গেছে।
এটা ৪র্থ তম কবিতা আমার।
আজ যে তোমার বিয়ে,
সবাই ব্যস্ত হৈ চৈ ছুটোছুটি চারদিকে
তোমাকে একটু পরই যাবে নিয়ে ।
আগুনরঙ্গা শাড়িটি পড়ে
দামী গহনা গায়ে জড়িয়ে
স্নিগ্ধ আবরন মুখে লাগিয়ে
চলে যাবে তুমি বরের ঘরে।
আমি অভাগা দাড়িয়ে দাড়িয়ে
দেখব সবই করুন নয়নে,
হৃদয়ত আমার ভেঙ্গেই গেছে
নিয়তির নির্মম কষাঘাতে।
তোমার কি আজ মনে পড়ে
পার্কের নির্জন রাস্তাটিতে-
ঘুরে বেড়াতাম তোমার হাতটি ধরে
কত কথা বলতাম বসে ঐ গাছের নিচে।
মনে কি পড়ে, ঐ নদীর বুকে
পালতোলা নৌকায় চড়ে,
তোমার কোলে মাথা রেখে
হারিয়ে যেতাম আমি স্বপ্নের দেশে।
যেদিন প্রথম শাড়ি পড়েছিলে
টিপ দিয়েছিলে ম্যাচিং করে,
আমি দেখছিলাম অবাক হয়ে
আমার স্তম্ভিত চাহনিতে খুব লজ্জা পেয়েছিলে।
একে একে দশটি বছর যে কেটে গেছে
প্রতিদিন গিয়েছি ঐ গাছের কাছে,
কত কথা বলতাম আমি তার সাথে
প্রিয়া যে আমার হারিয়ে গেছে।
এটা ৪র্থ তম কবিতা আমার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবি মোঃ ইকবাল ০৭/০৭/২০১৪অনন্য ভাবনায় লিখেছেন। খুব ভালো হয়েছে। শুভেচ্ছা রইলো।
-
এইচ রহমান ০৭/০৭/২০১৪josh
-
ভ্রান্ত পথিক ০৭/০৭/২০১৪এসব ই তো লেখার প্রেরনা ! তাই না! হাহাহা
-
মোঃ আল-আমিন ০৬/০৭/২০১৪ভাইজান দারুণ। আমার ভালবাসা আপনার সহিত আছে টেনশান নিয়েন না। আমাকে ঐ দিকে ফেলে নিজে একাই বাশিঁ বাজান ।তাহলে কে শুনবে। এডমিন এখন্ও আমার ব্লগ ছারেনি।।