নেশা
এক ইদুর
মদের গ্লাসে পড়ে গেছে।
সেখান দিয়ে
একটা বিড়াল যাচ্ছিলো।
ইদুর আকুতি কাকুতি নিয়ে বিড়ালকে বলছে . . .
.
-
ইদুর :-তুমি আমাকে এখান
থেকে বাহির করো প্লীজ।
তারপর যদি ইচ্ছে হয়
আমাকে তুমি খেয়ে ফেল।
.
.
বিড়াল: ঠিক আছে তাহলে সে কথাই ফাইনাল। ফায়দা তো তারই।
দিল এক লাথি এমন জোড়ে
যে মদের গ্লাস ভেংগে গেল।
আর ইদুর বাহির হেয় ই পড়িমড়ি হয়ে তো দে দৌড়, জানপ্রান ছেড়ে দৌড়।
বিড়াল তো অবাক হল কি রে ভাই। সে খাবার মুড নিয়েছে। আব খাবার দেখে রানিং মোবাইল ফুড হয়ে গেল।
তখন বিড়ালের রাগ উঠে যায়।
বিড়াল রেগে গিয়ে বলল..........................
বিড়াল :- কি রে ব্যাটা বাইত্তা ইদুর, তুই তো শালা মিথ্যাবাদী, ধোকাবাজ, বেইমান।
তুইই তো বলছিলি আমাকে এখান
থেকে বাহির করো........................?
তারপর ইচ্ছে হলে খেয়ে ফেল.............................!!!
.
.
.
.
.
ইদুর হাসি দিয়ে বলল,
রাগ করিস না দোস্ত গাধার বাচ্চা
তখন তো
আমি নেশার মধ্যে ছিলাম.।
নেশায় কখন কে কি বলে তা ধরতে আছে বোকা............................!!!!!
মদের গ্লাসে পড়ে গেছে।
সেখান দিয়ে
একটা বিড়াল যাচ্ছিলো।
ইদুর আকুতি কাকুতি নিয়ে বিড়ালকে বলছে . . .
.
-
ইদুর :-তুমি আমাকে এখান
থেকে বাহির করো প্লীজ।
তারপর যদি ইচ্ছে হয়
আমাকে তুমি খেয়ে ফেল।
.
.
বিড়াল: ঠিক আছে তাহলে সে কথাই ফাইনাল। ফায়দা তো তারই।
দিল এক লাথি এমন জোড়ে
যে মদের গ্লাস ভেংগে গেল।
আর ইদুর বাহির হেয় ই পড়িমড়ি হয়ে তো দে দৌড়, জানপ্রান ছেড়ে দৌড়।
বিড়াল তো অবাক হল কি রে ভাই। সে খাবার মুড নিয়েছে। আব খাবার দেখে রানিং মোবাইল ফুড হয়ে গেল।
তখন বিড়ালের রাগ উঠে যায়।
বিড়াল রেগে গিয়ে বলল..........................
বিড়াল :- কি রে ব্যাটা বাইত্তা ইদুর, তুই তো শালা মিথ্যাবাদী, ধোকাবাজ, বেইমান।
তুইই তো বলছিলি আমাকে এখান
থেকে বাহির করো........................?
তারপর ইচ্ছে হলে খেয়ে ফেল.............................!!!
.
.
.
.
.
ইদুর হাসি দিয়ে বলল,
রাগ করিস না দোস্ত গাধার বাচ্চা
তখন তো
আমি নেশার মধ্যে ছিলাম.।
নেশায় কখন কে কি বলে তা ধরতে আছে বোকা............................!!!!!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তরুণ কান্তি ০৫/০৭/২০১৮দারুণ! দারুণ!
-
সমরেশ সুবোধ পড়্যা ০৩/০৮/২০১৫দারুন !
-
Mahfuza Sultana ০৮/০৭/২০১৪বাহ !
-
মোঃ আল-আমিন ০৭/০৭/২০১৪হা হা হা হা হি হি হি...............রাখেন। আজকের রাতটা পার হতে দিন। তারপর...............হা হা
-
শূন্য ০৭/০৭/২০১৪হা হা হা হা
-
কবি মোঃ ইকবাল ০৭/০৭/২০১৪মজা আর মজা। হাসলাম বেশ।।।।।
-
সুব্রত সামন্ত (বুবাই) ০৬/০৭/২০১৪হাঃহাঃহাঃ ! দারুণ।