www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বারুদ

চারিদিকে ধোয়া বালি বারুদের গন্ধ,
এতো নয় মানুষের
বাঙ্গালীর কপাল মন্দ ।

একসময় বাঙ্গালীর মনে কত না ছিল ছন্দ,
সে জীবন ফুরিয়ে গেছে, অভিসাপে
চারিদিকে শুধু বারুদের গন্ধ ।

জীবন থমকে গেছে
বাতাস হয়েছে ভারী-
মানুষ ভীত সন্ত্রস্ত্র
কখন লাগবে মাথায় বারি ।

মনে আনন্দ নাই, ছুটোছুটি চারিদিক
কখন কোথায় ফুটবে বোম-
সে দিন তো স্বপ্ন এখন
মানুষের জীবনের নিরাপত্তা কম ।

বাবার শোক, ছেলে হারানোর ব্যাথা
কত মার বুক খালি করা দুঃখ
জনগনের নিরাপত্তা কই ?
সরকার নিজেই যেখানে ব্যার্থ ।

এই মাএ ফুটল বোম কতমানুষ যে গেল মারা,
রাস্তা ঘাট মাঠ সব হল খানা খন্দ,
লাশ নিয়ে করছে মিছিল চলছে রাজনীতি
কথা একটাই বন্ধ করো বারুদের গন্ধ ।


আমার প্রথম কবিতা। কবিতার যাত্রা শুরু এখান থেকে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৯৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/০৭/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • রামবল্লভ দাস ০৭/০৮/২০১৪
    খুব সুন্দর ।।
  • কবি মোঃ ইকবাল ০৭/০৭/২০১৪
    অসাধারন!!! দারুন লাগলো কবি। অনন্য ভাবনায় লিখেছেন। খুব ভালো হয়েছে। শুভেচ্ছা রইলো।
    • আপনাকেও ধন্যবাদ।
  • সাইদুর রহমান ০৬/০৭/২০১৪
    চমৎকার লিখেছেন, ভাইয়া।
    শুভেচ্ছা।
  • শুভযাত্রা, বলতেই হয়!
  • এইচ রহমান ০৬/০৭/২০১৪
    খুব ভাল লাগল ভাই
  • ম্যাক হেমব্রম ০৬/০৭/২০১৪
    ভাল লাগল মৃদুল।
    প্রত্যাসা যাত্রা শুভ হোক ----
    হাতে কলম এর পাশাপাশি হাতে উঠুক অস্ত্র - প্রয়োজনে সরাসরি আঘাত
  • মোঃ আল-আমিন ০৫/০৭/২০১৪
    ভাইয়া কঠিন হয়েছে। চমৎকার, ফাটাফাটি..............মুগ্ধ হলাম। ধন্যবাদ.............
  • রাধাশ্যাম জানা ০৫/০৭/২০১৪
    APNAR PROTHOM KOBITA AMAKE VISONVABE AKRISTO KORLO....KHUB SUNDOR..!JEKONO KOBIR PROTHOM KOBITAI TOO KOBIKE NIRDISTO LOKHE POUCHE DAY...!TAI NA?ONEK VALOBASA NEBEN,VALO THAKBEN...!
  • ভ্রান্ত পথিক ০৫/০৭/২০১৪
    প্রথ্ম কবিতা ! চমতকার হয়েছে
 
Quantcast