ভালবাসা
চলে যাও তুমি যত না দুরে
আমার এই হৃদয়টাকে ভেঙ্গে চুড়ে,
মরব না বাচব হয়তবা কুড়ে কুড়ে
খুজব তোমায় এই বিশ্বব্রম্মান্ড জুড়ে ।
জানি, একদিন দেখা হবে তোমার সাথে
দেখো লাল গোলাপ নিয়ে হাজির হব,
বলব তোমায় সেই একই কথা
ভালবেসেছিলাম, ভালবাসি, ভালবাসব ।
সেদিনও কি আমাকে ফিরিয়ে দিবে?
নাকি বাহুবন্ধনে আবদ্ধ করে নিবে ।
তোমার একটু ভালবাসা পাবার জন্য আমি পিপাসার্ত-
নয়ত বল এছ্বাড়া আর কি আছে আমার স্বার্থ ।
লোভ নেই যে আমার,
চাই না গাড়ী,বাড়ী,টাকাপয়সা-
চাই একটু ভালবাসা, একটু আদর,
শুধুই যে তোমার ।
এই স্বপ্ন আমার এই জীবনে
সত্য হবে না কোনদিন,
পরপারে আমাকে ভালবেস
আমার ভালবাসা সত্যি হবে সেদিন ।
যখন কবিতা লিখা শুরু করি তখন কার কবিতা।
আমার এই হৃদয়টাকে ভেঙ্গে চুড়ে,
মরব না বাচব হয়তবা কুড়ে কুড়ে
খুজব তোমায় এই বিশ্বব্রম্মান্ড জুড়ে ।
জানি, একদিন দেখা হবে তোমার সাথে
দেখো লাল গোলাপ নিয়ে হাজির হব,
বলব তোমায় সেই একই কথা
ভালবেসেছিলাম, ভালবাসি, ভালবাসব ।
সেদিনও কি আমাকে ফিরিয়ে দিবে?
নাকি বাহুবন্ধনে আবদ্ধ করে নিবে ।
তোমার একটু ভালবাসা পাবার জন্য আমি পিপাসার্ত-
নয়ত বল এছ্বাড়া আর কি আছে আমার স্বার্থ ।
লোভ নেই যে আমার,
চাই না গাড়ী,বাড়ী,টাকাপয়সা-
চাই একটু ভালবাসা, একটু আদর,
শুধুই যে তোমার ।
এই স্বপ্ন আমার এই জীবনে
সত্য হবে না কোনদিন,
পরপারে আমাকে ভালবেস
আমার ভালবাসা সত্যি হবে সেদিন ।
যখন কবিতা লিখা শুরু করি তখন কার কবিতা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আসগার এইচ পারভেজ ০৫/০৭/২০১৪
-
কবি মোঃ ইকবাল ০৪/০৭/২০১৪বাহ্ চমৎকার লিখনী মৃদুল ভাই।
-
রামবল্লভ দাস ০৪/০৭/২০১৪তারিফ যোগ্য ।। দারুণ ।।
-
Mahfuza Sultana ০৪/০৭/২০১৪ভাল লাগল
-
আবু সাহেদ সরকার ০৪/০৭/২০১৪দারুন লাগলো পড়ে কবি বন্ধু।
-
এইচ রহমান ০৪/০৭/২০১৪bah.. vai
তোমার গলার হার
তোমার আমি গাঁথছি মালা
এ মোর অহংকার.....(নজরুল)
...কোন প্রতিদান না পাবার আশায় যে ভালোবাসা সেটাই প্রকৃত ভালোবাসা....