পরীক্ষা
এক মেয়েকে এক ছেলে অতিরিক্ত মাত্রায় পাগলের মত ভালোবাসে।
তবে যে মেয়েকে ছেলেটা ভালোবাসে সেই মেয়েটা ছেলেটাকে পরীক্ষা
করার জন্য একদিন বলল যে,"তুমি যদি তোমার মায়ের কলিজা নিয়ে এসে আমায় দেখাতে পারো তাহলে বুঝবো যে তুমি আমায় ভালোবাসো।"
ছেলেটা মেয়েটার কথামত সেই কাজে মন দিলো। কোনো ভাবনা, চিন্তা ছাড়াই সে সিদ্ধান্ত নিলো যে করেই হোক তাকে তার মায়ের কলিজা নিয়ে তার ভালোবাসার মানুষকে দেখাতে হবে। অতঃপর সেই ছেলে তার
মায়ের কলিজা নিয়ে তার ভালোবাসার মানুষটিকে দেখালো।
মেয়েটি ছেলেটির কাজ দেখে অবাক হয়ে গেলো এবং মনে মনে বলতে
লাগলো আমি কেনো তাকে এই পরীক্ষা করতে গেলাম।
তখন ছেলেটা বলল তোমার মত মেয়ে হারিয়ে গেলেও, আরো অনেক মেয়ে পাবো।
কিন্তু যিনি আমার জন্মধারিনী মা, যার জন্য এই পৃথিবীর আলো দেখা তাকে হারালে আর কোনোদিন ফিরে পাবো না। নাই বা পেলাম তোমার
ভালোবাসা।
মেয়েটি কাঁদো কাঁদো স্বরে বলল তাহলে ঐ কলিজাটা?
ছেলেটা বলল ঐ কলিজাটা হলো একটা ছাগলের।
মোরালঃ- ভালোবাসায় কোনো পরীক্ষা নেওয়া উচিৎ নয়। আর কোনো ছেল-মেয়ে যদি ভালোবাসায় এরকম পরীক্ষার কথা বলে তাহলে
তাকে প্রত্যাখ্যান করুন। কারনঃ ভালোবাসা এভাবে হয় না
তবে যে মেয়েকে ছেলেটা ভালোবাসে সেই মেয়েটা ছেলেটাকে পরীক্ষা
করার জন্য একদিন বলল যে,"তুমি যদি তোমার মায়ের কলিজা নিয়ে এসে আমায় দেখাতে পারো তাহলে বুঝবো যে তুমি আমায় ভালোবাসো।"
ছেলেটা মেয়েটার কথামত সেই কাজে মন দিলো। কোনো ভাবনা, চিন্তা ছাড়াই সে সিদ্ধান্ত নিলো যে করেই হোক তাকে তার মায়ের কলিজা নিয়ে তার ভালোবাসার মানুষকে দেখাতে হবে। অতঃপর সেই ছেলে তার
মায়ের কলিজা নিয়ে তার ভালোবাসার মানুষটিকে দেখালো।
মেয়েটি ছেলেটির কাজ দেখে অবাক হয়ে গেলো এবং মনে মনে বলতে
লাগলো আমি কেনো তাকে এই পরীক্ষা করতে গেলাম।
তখন ছেলেটা বলল তোমার মত মেয়ে হারিয়ে গেলেও, আরো অনেক মেয়ে পাবো।
কিন্তু যিনি আমার জন্মধারিনী মা, যার জন্য এই পৃথিবীর আলো দেখা তাকে হারালে আর কোনোদিন ফিরে পাবো না। নাই বা পেলাম তোমার
ভালোবাসা।
মেয়েটি কাঁদো কাঁদো স্বরে বলল তাহলে ঐ কলিজাটা?
ছেলেটা বলল ঐ কলিজাটা হলো একটা ছাগলের।
মোরালঃ- ভালোবাসায় কোনো পরীক্ষা নেওয়া উচিৎ নয়। আর কোনো ছেল-মেয়ে যদি ভালোবাসায় এরকম পরীক্ষার কথা বলে তাহলে
তাকে প্রত্যাখ্যান করুন। কারনঃ ভালোবাসা এভাবে হয় না
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ আল-আমিন ০৫/০৭/২০১৪
-
রাধাশ্যাম জানা ০৫/০৭/২০১৪দারুন একটা গল্প শুনলাম,পড়ে ভালো লাগল…!ভালো থেকো বন্ধু!
-
এইচ রহমান ০৫/০৭/২০১৪সুন্দর ...
-
শিমুল শুভ্র ০৫/০৭/২০১৪দারুণ গদ্যকবিতা ।
-
সুলতান মাহমুদ ০৫/০৭/২০১৪সুন্দর
-
কবি মোঃ ইকবাল ০৪/০৭/২০১৪দারুন লাগলো গল্পটি। ভালো লাগা রেখে গেলাম। ভালো থাকুন ভালোবাসায়।
-
মল্লিকা রায় ০৪/০৭/২০১৪ভালো লাগলো গল্পকথা।
টেনশান দিতে পারব নিশ্চত। ................আপনার লেখার প্রসংশা করার যোগ্যতাও আমার নেই। তবে, সাহস করে বলতে চাই, আপনার সাথে আমি একমত। এটাকে ভালবাসা বলে না। ভালবাসার নামে ছাগলামী বলে। নব্য শুভেচ্ছা নিবেন। পাতায় তো অবশ্যই আমন্ত্রণ। ধন্যবাদ...............