www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

একটি প্রশ্ন

মৌমাছির মত দলবদ্ধ আমরা নই
প্রতি পলে পলে জ্বালিয়ে দিই অশান্তির বহ্নিশিখা
তান্ডবলীলার বেষ্টনীতে আবিষ্ট পূর্বপুরুষেরা
সন্ধ্যাবাতি জ্বালাবার আগেই
সাঙ্গ করি জাগতিক খেলা।

মাটির মমতাঘেরা শিল্পতরীর কান্ডারীকে
নৃশংসভাবে পুড়িয়ে ছাইভস্ম করি
আমাদের ঘৃনার আগুনে।

শৈশবে এই মাটিতে হামাগুড়ি দিয়ে
অনাদিকালের প্রশস্ত পথের স্বপ্ন দেখেছি
হাটি হাটি পা পা করে এই মাটিতেই,
ভর দিয়ে ভবিষ্যতের শক্তিশালী মানুষ হওয়ার
যুৎসই কৌশল রপ্ত করেছি।

অথচ এই মাটি নিয়ে কত যুদ্ধ ! কত ষড়যন্ত্র !
প্রেমের জন্য, ফসলের জন্য, বাঁচার জন্য,
এমনকি শেষ আশ্রয়ের জন্যও!
একটি প্রশ্ন আমাকে কুরে কুরে খায়
একজন মানুষের কতটুকু মাটি প্রয়োজন।?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬২৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/০৭/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • kobita pore ananda pelam.
  • কবি মোঃ ইকবাল ০৩/০৭/২০১৪
    মৃদুল ভাই মুগ্ধ হলাম কাব্যে।এই প্রশ্নের উত্তর সবাই-ই জানে, কিন্তু কেউই ভাবেনা। সবাই সবার স্বার্থ নিয়ে ব্যস্ত থাকে।
    • রামবল্লভ দাস ০৪/০৭/২০১৪
      আপনি খুবই সুন্দর একটি মন্তব্য করেছেন ।।
      মৃদুলদা , আমি ঠিক এই কথাটি বলতে চাইছিলাম ।
      আশাকরি আপনি আমার মন্তব্য টি বুঝতে পেরেছেন ।।
  • দেবকুমার দাস ০৩/০৭/২০১৪
    ভাল লাগল। সত্যিই এ এক চিন্তার প্রশ্ন। এর উত্তর আমাদেরি দিতে হবে!_কবিকে ধন্ন বাদ।
  • শিমুল শুভ্র ০৩/০৭/২০১৪
    বেশ ভালো একটা প্রশ্ন ??
    মুগ্ধ হলাম । এই কবিতা তুমি কবিতার আসরে দাও নি ?
  • একজন মানুষের কতটুকু মাটি প্রয়োজন।?

    অসাধারন প্রয়াস !
    সাবাস কবি.........!
  • প্রশ্নটা আমারও ভাই, একজন মানুষের কতটুকু মাটি প্রয়োজন? একরের পর একর, নাকি শুধুই সাড়ে তিন হাত?.....
  • এইচ রহমান ০৩/০৭/২০১৪
    sondur vai
  • দীপঙ্কর বেরা ০৩/০৭/২০১৪
    চলুক লেখা ।
    আরো লেখা
    ভাল লেখা
  • রামবল্লভ দাস ০৩/০৭/২০১৪
    দাদা কবি বন্ধু আমার ভালো লেগেছে...সত্যিই আপনার লেখা হৃদয় দোলা দিল...কিন্তু লেখায় নতুনত্ব তেমন পেলাম না । আরো কিছু সংযোজন হলে খুব ভালো হত ।
    • তাহলে লিখতে হবে অার কত কংক্রিট মেশানো মাটি দরকার হয়ত তখন নতুনত্ব পাওয়া যেতে পারে। কেমন নতুনত্ব আপনি চান বলুন। আকাশ কেনার স্বপ্ন এমন। এ ধরনের বহু কবিতা আমার আছে দয়াকরে পড়ে দেখবেন। লেখার গভীরতা দেখবেন সাথে তার ভাবনা। বিষয় কতটা প্রাধান্য পেয়েছে সেই সাথে কথামালা। যে উপমা দেখানো হয়েছে সে উপমা নিয়ে ভাবুন। কজনের কবিতায় তা পেয়েছেন তাহলেই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ভালবাসা রইল। ভাল থাকুন।
      • রামবল্লভ দাস ০৪/০৭/২০১৪
        ক্ষমা চাইছি...আমি দুঃখিত ।।
        ভালো থাকবেন ।।
        ভালোবাসা নেবেন ।।
        সবার কবিতা পড়তে আমার খুবই ভালো লাগে ।।
 
Quantcast