কান্দ ক্যান
বন্ধুর বাসায় আমি গেম খেলতেছিলাম।
হঠাৎ করে পাশের রুম থেকে..................কান্নার আওয়াজ !।
বন্ধুরে বললাম কি হয়েছে ?
সে পাত্তায় দিল
না আমার কথার।
বাধ্য হয়ে পাশের
রুমে গেলাম ।
.............দেখলাম ওর বোন কানতেছে ।
কি হইলো কাঁদো ক্যান ?
--------------- ভাইয়া, গোপী হাসপাতালে ।
-------------------গোপী কে ?
-----------গোপী আমার ফেভারিট ।
দেখ দেখ কি কাহিল
লাগতেছে গোপীকে ।
.............আবার কান্না ।
আমি টিভির
দিকে তাকিয়ে মখা হয়ে গেলাম ।
বন্ধুর বোন স্টার প্লাসের সিরিয়াল দেখে কানতাছে ! ।
বন্ধুর রুমে ফিরেএলাম ।
বন্ধু খিলখিল
করে হাসতেছে।
২০৭০ সাল:
বিছানায় শুইয়া আমি মৃত্যুর প্রহরগুনতেছি ।
হঠাত্ পাশের রুম থেকে কান্নার আওয়াজ ।
আমার বউমারে ডেকে বললাম,
--------------------------কে কাদে ?
---------------আর বলেন না আব্বা ।
পূজার মেয়ে একসিডেন্ট করছে ।
তা দেখে আপনার নাতি কানতাছে ।
----------------পূজা কে ?
-------------------গোপীর মেয়ে ।
.
.
.
.
.
মানুষ মরে কঙ্কাল হয়ে যাবে ।
তবুও হিন্দি সিরিয়ালের ভাবনা মৃত্যুর পরও কবরে থাকবে!
হঠাৎ করে পাশের রুম থেকে..................কান্নার আওয়াজ !।
বন্ধুরে বললাম কি হয়েছে ?
সে পাত্তায় দিল
না আমার কথার।
বাধ্য হয়ে পাশের
রুমে গেলাম ।
.............দেখলাম ওর বোন কানতেছে ।
কি হইলো কাঁদো ক্যান ?
--------------- ভাইয়া, গোপী হাসপাতালে ।
-------------------গোপী কে ?
-----------গোপী আমার ফেভারিট ।
দেখ দেখ কি কাহিল
লাগতেছে গোপীকে ।
.............আবার কান্না ।
আমি টিভির
দিকে তাকিয়ে মখা হয়ে গেলাম ।
বন্ধুর বোন স্টার প্লাসের সিরিয়াল দেখে কানতাছে ! ।
বন্ধুর রুমে ফিরেএলাম ।
বন্ধু খিলখিল
করে হাসতেছে।
২০৭০ সাল:
বিছানায় শুইয়া আমি মৃত্যুর প্রহরগুনতেছি ।
হঠাত্ পাশের রুম থেকে কান্নার আওয়াজ ।
আমার বউমারে ডেকে বললাম,
--------------------------কে কাদে ?
---------------আর বলেন না আব্বা ।
পূজার মেয়ে একসিডেন্ট করছে ।
তা দেখে আপনার নাতি কানতাছে ।
----------------পূজা কে ?
-------------------গোপীর মেয়ে ।
.
.
.
.
.
মানুষ মরে কঙ্কাল হয়ে যাবে ।
তবুও হিন্দি সিরিয়ালের ভাবনা মৃত্যুর পরও কবরে থাকবে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ আল-আমিন ১৯/০৭/২০১৪হা হা হা হা ..................হোহো...হো হো হো.........................হি হি হি ঠিকবলছেন হাহাহা ভা হাহাহা ই হিহি জ..................।।
-
Mahfuza Sultana ০৮/০৭/২০১৪ঠিক বলেছেন
-
ভ্রান্ত পথিক ০৬/০৭/২০১৪আসলেই এসবের একটা বিহিত করা দরকার, না হয় সীমা ছাডিয়ে যাবে
-
রাধাশ্যাম জানা ০৩/০৭/২০১৪বাহ,ভাল...দারুন লিখেছ...
-
আসগার এইচ পারভেজ ০৩/০৭/২০১৪হুমমম! ভাবনার বিষয়,,,,
-
নূরুজ্জামান নাঈম ০১/০৭/২০১৪বেশ মজা পেলাম। মেয়েদের ভারতীয় সিরিয়ালটা বুঝি রেকর্ড পরিমানে পাগলী করে তুলবে।
-
কবি মোঃ ইকবাল ০১/০৭/২০১৪বাহ্! বেশ লিখেছেন মৃদুল ভাই। কবিতার শিরোণামটা বেশ লেগেছে।