পূর্ণিমার রাতে লাবন্য
লাবণ্য, তোমার কি মনে পড়ে ?
সেই দিনের সেই পূর্ণিমার রাতে,
যবে আমাদের দেখা হয়েছিল
হেমন্তের মেঘমুক্ত আকাশে,
শুধু চাদটা জেগেছিল একা।
আর দুর বহুদুরে নিরম্বরে কিছু নক্ষত্র,
মিটি মিটি করে জ্বলছিল,
জেগে, না ঘুমিয়ে,
যায়নি তা বোঝা।
তখন পৃথিবী ঘুমিয়ে, প্রকৃতি স্তব্ধ,
কোথাও ছিল নাকো কোন শব্দ-
শুধু এক ভয়ার্ত, তুমি, তোমার
হৃদয়ের স্পন্দন ধ্বক ধ্বক
করিয়া বাজিতেছিল
আমার হৃদয়ের মাঝে।
স্বর্ণ লতিকার মত তনুখানি
সপিয়া আমার বিশাল
বক্ষের মাঝে,
কাপিতেছিলে
তুমি ত্রস্ত ভয়ে লাজে।
দুটি বাহুতে জড়ায়ে তোমারে,
মহা সাগরের দূরন্ত মেখলারে
যেন বাধিয়াছিলাম অকাতরে,
আমার হৃদয়ের গভীরে।
অনেক, অনেক, অনেক গভীরে।
আজও সেই পূর্ণিমা রাত আসে,
তুষার ধবল ম্লান আলোতে,
এখনও বিশ্ব প্রকৃতি উদ্ভাসে।
ধ্যান, মৌন রাত্রির নিস্তব্ধতা,
সেই রাতের মত-
আজও বিরাজ সবত্র।
শুধু থাকেনা সেথায়,
লাবন্য তোমার মত।
সেই দিনের সেই পূর্ণিমার রাতে,
যবে আমাদের দেখা হয়েছিল
হেমন্তের মেঘমুক্ত আকাশে,
শুধু চাদটা জেগেছিল একা।
আর দুর বহুদুরে নিরম্বরে কিছু নক্ষত্র,
মিটি মিটি করে জ্বলছিল,
জেগে, না ঘুমিয়ে,
যায়নি তা বোঝা।
তখন পৃথিবী ঘুমিয়ে, প্রকৃতি স্তব্ধ,
কোথাও ছিল নাকো কোন শব্দ-
শুধু এক ভয়ার্ত, তুমি, তোমার
হৃদয়ের স্পন্দন ধ্বক ধ্বক
করিয়া বাজিতেছিল
আমার হৃদয়ের মাঝে।
স্বর্ণ লতিকার মত তনুখানি
সপিয়া আমার বিশাল
বক্ষের মাঝে,
কাপিতেছিলে
তুমি ত্রস্ত ভয়ে লাজে।
দুটি বাহুতে জড়ায়ে তোমারে,
মহা সাগরের দূরন্ত মেখলারে
যেন বাধিয়াছিলাম অকাতরে,
আমার হৃদয়ের গভীরে।
অনেক, অনেক, অনেক গভীরে।
আজও সেই পূর্ণিমা রাত আসে,
তুষার ধবল ম্লান আলোতে,
এখনও বিশ্ব প্রকৃতি উদ্ভাসে।
ধ্যান, মৌন রাত্রির নিস্তব্ধতা,
সেই রাতের মত-
আজও বিরাজ সবত্র।
শুধু থাকেনা সেথায়,
লাবন্য তোমার মত।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এইচ রহমান ০৩/০৭/২০১৪josh vai kotati ........khob valo
-
মারুফা তামান্না ০১/০৭/২০১৪যথেষ্ট ভাল
-
রাধাশ্যাম জানা ০১/০৭/২০১৪VERY NICE POEM...!
-
পিয়ালী দত্ত ৩০/০৬/২০১৪দারুন কবি...
-
মল্লিকা রায় ৩০/০৬/২০১৪সেই বিখ্যাত কবিতা---মিদুল পড়ে আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম কিছুক্ষণ----শুভেচ্ছা নিও।
-
কবি মোঃ ইকবাল ৩০/০৬/২০১৪বেশ ভালো লেগেছে মৃদুল ভাই। চমৎকার ভাবনার লিখনী। শুভ কামনা রইলো কবি।
ভালো থাকুন নিরবধি।
পতায় আসার আমন্ত্রণ। -
অনিত্য ৩০/০৬/২০১৪ভাল লিখেছেন। তবে লেখাটিতে গুরুচন্ডালীর প্রাদুর্ভাব আছে। সাধু ও চলতি দুই ভাষাই মিশে গেছে আপনার কবিতায়। যেমন, "জেগেছিলো", "মিটিমিটি করে জ্বলছিলো", এগুলো চলতির প্রয়োগ। আবার "বাজিতেছিলো", "কাপিতেছিলো", "বাধিয়াছিলাম" ইত্যাদি সাধু ভাষা।
-
মঞ্জুর হোসেন মৃদুল ২৯/০৬/২০১৪সবাই কে আমন্ত্রন জানালাম কবিতাটি পড়ার জন্য। ভাল লাগলে ছাপ রেখে যাবেন। অনেক ভালবাসা সবাইকে। কবিতা পোষ্ট করলে, সেটা পোষ্ট হতে এত সময় লাগে যা সত্যিই বিরক্তিকর। কেমন যেন বোধ হয়। এ ব্যাপারটি কতৃপক্ষ কে দেখার আহ্বান করছি। ভাল থাকবেন সবাই।