www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পূর্ণিমার রাতে লাবন্য

লাবণ্য, তোমার কি মনে পড়ে ?
সেই দিনের সেই পূর্ণিমার রাতে,
যবে আমাদের দেখা হয়েছিল
হেমন্তের মেঘমুক্ত আকাশে,
শুধু চাদটা জেগেছিল একা।
আর দুর বহুদুরে নিরম্বরে কিছু নক্ষত্র,
মিটি মিটি করে জ্বলছিল,
জেগে, না ঘুমিয়ে,
যায়নি তা বোঝা।

তখন পৃথিবী ঘুমিয়ে, প্রকৃতি স্তব্ধ,
কোথাও ছিল নাকো কোন শব্দ-
শুধু এক ভয়ার্ত, তুমি, তোমার
হৃদয়ের স্পন্দন ধ্বক ধ্বক
করিয়া বাজিতেছিল
আমার হৃদয়ের মাঝে।
স্বর্ণ লতিকার মত তনুখানি
সপিয়া আমার বিশাল
বক্ষের মাঝে,
কাপিতেছিলে
তুমি ত্রস্ত ভয়ে লাজে।

দুটি বাহুতে জড়ায়ে তোমারে,
মহা সাগরের দূরন্ত মেখলারে
যেন বাধিয়াছিলাম অকাতরে,
আমার হৃদয়ের গভীরে।
অনেক, অনেক, অনেক গভীরে।

আজও সেই পূর্ণিমা রাত আসে,
তুষার ধবল ম্লান আলোতে,
এখনও বিশ্ব প্রকৃতি উদ্ভাসে।
ধ্যান, মৌন রাত্রির নিস্তব্ধতা,
সেই রাতের মত-
আজও বিরাজ সবত্র।
শুধু থাকেনা সেথায়,
লাবন্য তোমার মত।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৪২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৬/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • এইচ রহমান ০৩/০৭/২০১৪
    josh vai kotati ........khob valo
  • মারুফা তামান্না ০১/০৭/২০১৪
    যথেষ্ট ভাল
  • রাধাশ্যাম জানা ০১/০৭/২০১৪
    VERY NICE POEM...!
  • পিয়ালী দত্ত ৩০/০৬/২০১৪
    দারুন কবি...
  • মল্লিকা রায় ৩০/০৬/২০১৪
    সেই বিখ্যাত কবিতা---মিদুল পড়ে আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম কিছুক্ষণ----শুভেচ্ছা নিও।
    • অথচ এই কবিতা আমি তোমার সামনে বসে তোমাকে ভেবেই লিখেছিল হাহাহাাহাহাহহহাহা। মনে পড়ে তোমার আমি তোমার সামনে............................।
      • মল্লিকা রায় ০২/০৭/২০১৪
        তোমরা যে কখন কার সামনে বসে কবিতা লেখ সেটা আগে বুঝতে দাও কখন কার প্রতি তোমাদের আবেগ উথলে ওঠে কখন কাকে অপছন্দ আমি ঠিক বুঝতা পারি না গো---হয়তো সে যোগ্যতা আমার নেই।
  • কবি মোঃ ইকবাল ৩০/০৬/২০১৪
    বেশ ভালো লেগেছে মৃদুল ভাই। চমৎকার ভাবনার লিখনী। শুভ কামনা রইলো কবি।
    ভালো থাকুন নিরবধি।
    পতায় আসার আমন্ত্রণ।
    • ভাল লাগল। ভাল থাকবেন। ভালবাসা রইল। ভালবাসা নিবেন। ভালবাসা দিবেন।
      • কবি মোঃ ইকবাল ৩০/০৬/২০১৪
        ভালোবাসা ও ভালোলাগা নিয়ে গেলাম+দিয়ে গেলাম।
        • হাহহাহহাহা। ভাল লাগল।
  • অনিত্য ৩০/০৬/২০১৪
    ভাল লিখেছেন। তবে লেখাটিতে গুরুচন্ডালীর প্রাদুর্ভাব আছে। সাধু ও চলতি দুই ভাষাই মিশে গেছে আপনার কবিতায়। যেমন, "জেগেছিলো", "মিটিমিটি করে জ্বলছিলো", এগুলো চলতির প্রয়োগ। আবার "বাজিতেছিলো", "কাপিতেছিলো", "বাধিয়াছিলাম" ইত্যাদি সাধু ভাষা।
    • এটার কারন আছে বিধায়। যাই হোক কবিতার স্বার্থেই করেছি। তবে হ্যা শুধু সাধু বা শুধু চলিত দিয়ে লিখা যেত তেমনি করেছিলমও কিন্তু কেন জানি গভীরতা পেতো না তাই কবিতার স্বাথেই তা করেছি। ভাল লাগল।
  • সবাই কে আমন্ত্রন জানালাম কবিতাটি পড়ার জন্য। ভাল লাগলে ছাপ রেখে যাবেন। অনেক ভালবাসা সবাইকে। কবিতা পোষ্ট করলে, সেটা পোষ্ট হতে এত সময় লাগে যা সত্যিই বিরক্তিকর। কেমন যেন বোধ হয়। এ ব‌্যাপারটি কতৃপক্ষ কে দেখার আহ্বান করছি। ভাল থাকবেন সবাই।
 
Quantcast