www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্রোতস্বিনী প্রেম

আমিতো মরেছি তোমার প্রেমের অনলে,
তাই তো মরার পরও তাকিয়ে আছি অপলক চোখে,
এটা যে অভ্যাসে পরিনত হয়েছে,
তোমাকে দেখতে দেখতে,
মৃত‌্যুর পর আমাকে নিও না শ্মশান,
তাহলে যে দেহ মোর উড়ে যাবে আকাশে।

চিরঘুমে ঘুমিয়েছি আমি,
তোমার প্রেমের দাফন-কাফনে,
দেহ খাঁচা ছেড়ে চলে গেলে,
দোহাই আমাকে কবর দিও না মাটিতে,
তাহলে মোর দেহ যে মিশে যাবে মাটির সাথে।

পারলে আমাকে তোমার কোলে রেখ যতন করে,
আমি তোমাকে ছাড়া যে থাকতে পারবনা কোনখানে,
মৃত্যুর পরও আমি শুধু ভালবেসে যেতে চাই তোমাকে,
তোমার প্রেমেই ডুবে থাকতে চাই তেমনি করে
যেমনটি ছিলাম আগে,
আমাকে ভাসিয়ে দিও নদীর উজান স্রোতে,
যে স্রোতে ডুবেনা প্রেমের মরা, শুধু ভেসেই থাকে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৯০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০৬/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • হুম, প্রেমের মরা দেখছি সত্যিই জলে ডুবেনা.....
  • মারুফা তামান্না ৩০/০৬/২০১৪
    অনেক ভাল লাগল।
  • আবু সাহেদ সরকার ২৯/০৬/২০১৪
    তারুণ্যে স্বাগতম কবি বন্ধু। আপনি তারুণ্যে এসেছেন এতো খুশির কথা। আশাকরি বাংলা কবিতার মতো তারুণ্যেও ভাসিয়ে দিবেন কবিতার ছন্নছড়া। আমার পাতায় আসবেন কবি।
  • টি আই রাজন ২৮/০৬/২০১৪
    মৃদুল ভাইয়া ভাল আছেন? খুব ভাল লাগল। বিশেষ করে শেষের দুটি লাইন আমাকে ভাসিয়ে দিও নদীর উজান স্রোতে, যে স্রোতে ডুবেনা প্রেমের মরা, শুধু ভেসেই থাকে। সত্যি তাই।
  • মল্লিকা রায় ২৮/০৬/২০১৪
    আহা আহা এসেছো তবে--কি ভালোই না লাগছে গো।দারুণ কবিতা।
    • তোমার জন‌্যই তো আসা মনে হচ্ছে হাহহাহহাহাহা। ভালবাসা নিও।
      • মল্লিকা রায় ৩০/০৬/২০১৪
        তোমার আসা সু-স্বাগতম।
  • শিমুল শুভ্র ২৮/০৬/২০১৪
    বাহ!! শালাবাবু তোমাকে এইখানে পেয়ে ভালো লাগছে । বেশ সুন্দর কবিতা ,আগে ও পড়েছি বলে মনে হচ্ছে ।
  • কবি মোঃ ইকবাল ২৮/০৬/২০১৪
    মৃদুল ভাই আপনাকে তারুণ্যে পেয়ে বেশ ভালো লাগছে। এবার তারুণ্যেও জমবে আড্ডা।
    • ভালবাসা রইল
      • কবি মোঃ ইকবাল ২৯/০৬/২০১৪
        সাদরে গৃহীত হইলো। ভালোবাসা দিয়েও গেলাম।
        • ধন্যবাদ।
  • পড়ে কেমন লাগল জানাবেন। ভালবাসা জানবেন। পাশে থাকবেন।
 
Quantcast