স্রোতস্বিনী প্রেম
আমিতো মরেছি তোমার প্রেমের অনলে,
তাই তো মরার পরও তাকিয়ে আছি অপলক চোখে,
এটা যে অভ্যাসে পরিনত হয়েছে,
তোমাকে দেখতে দেখতে,
মৃত্যুর পর আমাকে নিও না শ্মশান,
তাহলে যে দেহ মোর উড়ে যাবে আকাশে।
চিরঘুমে ঘুমিয়েছি আমি,
তোমার প্রেমের দাফন-কাফনে,
দেহ খাঁচা ছেড়ে চলে গেলে,
দোহাই আমাকে কবর দিও না মাটিতে,
তাহলে মোর দেহ যে মিশে যাবে মাটির সাথে।
পারলে আমাকে তোমার কোলে রেখ যতন করে,
আমি তোমাকে ছাড়া যে থাকতে পারবনা কোনখানে,
মৃত্যুর পরও আমি শুধু ভালবেসে যেতে চাই তোমাকে,
তোমার প্রেমেই ডুবে থাকতে চাই তেমনি করে
যেমনটি ছিলাম আগে,
আমাকে ভাসিয়ে দিও নদীর উজান স্রোতে,
যে স্রোতে ডুবেনা প্রেমের মরা, শুধু ভেসেই থাকে।
তাই তো মরার পরও তাকিয়ে আছি অপলক চোখে,
এটা যে অভ্যাসে পরিনত হয়েছে,
তোমাকে দেখতে দেখতে,
মৃত্যুর পর আমাকে নিও না শ্মশান,
তাহলে যে দেহ মোর উড়ে যাবে আকাশে।
চিরঘুমে ঘুমিয়েছি আমি,
তোমার প্রেমের দাফন-কাফনে,
দেহ খাঁচা ছেড়ে চলে গেলে,
দোহাই আমাকে কবর দিও না মাটিতে,
তাহলে মোর দেহ যে মিশে যাবে মাটির সাথে।
পারলে আমাকে তোমার কোলে রেখ যতন করে,
আমি তোমাকে ছাড়া যে থাকতে পারবনা কোনখানে,
মৃত্যুর পরও আমি শুধু ভালবেসে যেতে চাই তোমাকে,
তোমার প্রেমেই ডুবে থাকতে চাই তেমনি করে
যেমনটি ছিলাম আগে,
আমাকে ভাসিয়ে দিও নদীর উজান স্রোতে,
যে স্রোতে ডুবেনা প্রেমের মরা, শুধু ভেসেই থাকে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আসগার এইচ পারভেজ ০২/০৭/২০১৪হুম, প্রেমের মরা দেখছি সত্যিই জলে ডুবেনা.....
-
মারুফা তামান্না ৩০/০৬/২০১৪অনেক ভাল লাগল।
-
আবু সাহেদ সরকার ২৯/০৬/২০১৪তারুণ্যে স্বাগতম কবি বন্ধু। আপনি তারুণ্যে এসেছেন এতো খুশির কথা। আশাকরি বাংলা কবিতার মতো তারুণ্যেও ভাসিয়ে দিবেন কবিতার ছন্নছড়া। আমার পাতায় আসবেন কবি।
-
টি আই রাজন ২৮/০৬/২০১৪মৃদুল ভাইয়া ভাল আছেন? খুব ভাল লাগল। বিশেষ করে শেষের দুটি লাইন আমাকে ভাসিয়ে দিও নদীর উজান স্রোতে, যে স্রোতে ডুবেনা প্রেমের মরা, শুধু ভেসেই থাকে। সত্যি তাই।
-
মল্লিকা রায় ২৮/০৬/২০১৪আহা আহা এসেছো তবে--কি ভালোই না লাগছে গো।দারুণ কবিতা।
-
শিমুল শুভ্র ২৮/০৬/২০১৪বাহ!! শালাবাবু তোমাকে এইখানে পেয়ে ভালো লাগছে । বেশ সুন্দর কবিতা ,আগে ও পড়েছি বলে মনে হচ্ছে ।
-
কবি মোঃ ইকবাল ২৮/০৬/২০১৪মৃদুল ভাই আপনাকে তারুণ্যে পেয়ে বেশ ভালো লাগছে। এবার তারুণ্যেও জমবে আড্ডা।
-
মঞ্জুর হোসেন মৃদুল ২৮/০৬/২০১৪পড়ে কেমন লাগল জানাবেন। ভালবাসা জানবেন। পাশে থাকবেন।