www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এডমিনের প্রতি

তারুণ্যের দৃষ্টি আকর্ষন করছি! আমরা তারুণ্য ব্লগে নিয়মিত লিখছি! কিন্তু সেটা শুধু অনলাইনের পাতাতেই সীমাবদ্ধ থাকছে! তাতে কোন সমস্যা নেই! সমস্যা একটাই! আর সেটা হলো লেখকের সম্মানী! তারুণ্য যদি একটি সম্মানীর নতুন ফিচার চালু করে আর তাতে সম্মনী লেখকের নাম এবং প্রাইজের ফটো দেয় সেটাও মেনে নেওয়া যায়॥ তাহলেও লেখকরা একটু বেশি উৎসাহিত হবে লেখার জন্য॥ যেমন এক মাসের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় লেখককে পুরষ্কৃত করা॥ আশা করি তারুণ্যর এডমিন বিষয়টা একটু গুরুত্ব সহকারে দেখবেন॥
বিষয়শ্রেণী: সমসাময়িক
ব্লগটি ৯৭০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০২/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ইয়েস! অল ইজ কারেক্ট। আমরা পিছিয়ে আছি শুধু একটা কারণেই শুধু নিজেকে নিয়ে ভাবি। ব্লগের প্রাণ হল লেখক আর লেখকের লেখার মৌ-মৌ গন্ধেই তো হাজির হয় (মৌমাছি) পাঠক। এ পর্যন্ত বাংলাদেশে কোন পেমেন্ট ভিত্তিক ব্লগ সাইট তৈরি হয়নি, যেটা হওয়া উচিত।
  • pradip kumar ray ২৬/০২/২০১৬
    যদি ্সকলে লেখাগ্ল পড়ে ও গঠন মূলক মম্তব্য দেয় , তা দক্ষিনার চেয়ে কম নয়। আমার মত।
    • সহমত॥ তবে এখন পর্যন্ত কোন লেখাকে খারাপ বলতে দেখিনি॥ হযবরল যাই লিখেছি সব মন্তব্যই ভালো॥ শুধু মাত্র দু একজন বানান শুধরে দিয়েছে! এটাই কি দক্ষিনা? নাকি বিবেচনা করে কিছু দেওয়াটা দক্ষিনা?
      • প্রিয় ১৭/০৭/২০১৬
        আসলে সবাই মন্তব্য পাওয়ার জন্য মন্তব্য করে।এতে হয় তো পরিচয় বৃদ্ধি পায়,কিন্তু লেখার গুনগত মান বৃদ্ধি পায় না।সব লেখাই মনে হয় এক।এটাকে দক্ষিনা বলা যায় না।আপনি ঠিক বলেছেন ভালো কবি খুঁজতে হলে ভালো ব্যবস্থা তো নিতেই হবে।
  • দীপঙ্কর বেরা ১৮/০২/২০১৬
    বেশ
  • সাইদুর রহমান ১১/০২/২০১৬
    অপেক্ষায় থাকুন।
  • পলাশ ১১/০২/২০১৬
    প্রস্তাবটি মন্দ নয়।
  • ধ্রুব রাসেল ১১/০২/২০১৬
    তারুণ্য এখনো অতদূর পৌঁছায়নি যে পুরষ্কার বা সম্মানী প্রদান নামক প্রথাটি চালু করবে। কতগুলো উৎসাহমূলক ও পদ্ধতিগত দিক দিয়ে তারুণ্য এখনো অনেক পিছিয়ে। দেশীয় বা সরকারি পণ্যের যে অবস্থা হয় আরকি...! তবে ফাহিম ভাইয়ের সাথে একমত।
    • পাশে থাকার জন্য ধন্যবাদ প্রিয় লেখককে!
      • ধ্রুব রাসেল ১১/০২/২০১৬
        ধন্যবাদ আপনাকেও।
        • কেন, বুঝতে পারলাম না!
          • ধ্রুব রাসেল ১২/০২/২০১৬
            পাশে আছি বলে। আর ধন্যবাদ দেওয়াতে তো বিশাল কোনো কারণ থাকতে পারেনা। ধন্যবাদ দেওয়াটা একান্তই ব্যক্তিগত।
 
Quantcast