এডমিনের প্রতি
তারুণ্যের দৃষ্টি আকর্ষন করছি! আমরা তারুণ্য ব্লগে নিয়মিত লিখছি! কিন্তু সেটা শুধু অনলাইনের পাতাতেই সীমাবদ্ধ থাকছে! তাতে কোন সমস্যা নেই! সমস্যা একটাই! আর সেটা হলো লেখকের সম্মানী! তারুণ্য যদি একটি সম্মানীর নতুন ফিচার চালু করে আর তাতে সম্মনী লেখকের নাম এবং প্রাইজের ফটো দেয় সেটাও মেনে নেওয়া যায়॥ তাহলেও লেখকরা একটু বেশি উৎসাহিত হবে লেখার জন্য॥ যেমন এক মাসের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় লেখককে পুরষ্কৃত করা॥ আশা করি তারুণ্যর এডমিন বিষয়টা একটু গুরুত্ব সহকারে দেখবেন॥
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১১/০৫/২০১৬ইয়েস! অল ইজ কারেক্ট। আমরা পিছিয়ে আছি শুধু একটা কারণেই শুধু নিজেকে নিয়ে ভাবি। ব্লগের প্রাণ হল লেখক আর লেখকের লেখার মৌ-মৌ গন্ধেই তো হাজির হয় (মৌমাছি) পাঠক। এ পর্যন্ত বাংলাদেশে কোন পেমেন্ট ভিত্তিক ব্লগ সাইট তৈরি হয়নি, যেটা হওয়া উচিত।
-
pradip kumar ray ২৬/০২/২০১৬যদি ্সকলে লেখাগ্ল পড়ে ও গঠন মূলক মম্তব্য দেয় , তা দক্ষিনার চেয়ে কম নয়। আমার মত।
-
দীপঙ্কর বেরা ১৮/০২/২০১৬বেশ
-
সাইদুর রহমান ১১/০২/২০১৬অপেক্ষায় থাকুন।
-
পলাশ ১১/০২/২০১৬প্রস্তাবটি মন্দ নয়।
-
ধ্রুব রাসেল ১১/০২/২০১৬তারুণ্য এখনো অতদূর পৌঁছায়নি যে পুরষ্কার বা সম্মানী প্রদান নামক প্রথাটি চালু করবে। কতগুলো উৎসাহমূলক ও পদ্ধতিগত দিক দিয়ে তারুণ্য এখনো অনেক পিছিয়ে। দেশীয় বা সরকারি পণ্যের যে অবস্থা হয় আরকি...! তবে ফাহিম ভাইয়ের সাথে একমত।