আমি চাইনা
আমি চাইনা তোমার করুণা
চাই বুক ভরা ভালোবাসা,
যা উজার করে দেবে প্রেরণা
আর মনে প্রেমেরই ভাষা॥
আমি চাইনা তোমার দেহ
চাই সুন্দর এক জীবন,
যা পাবে না অন্য কেহ
আর শান্তিরই মরণ॥
আমি চাইনা তোমার সুখ
চাই শুধু দুঃখের ভাগ,
যা করবে হাসি ভরা মুখ
প্রাণের সীমানা দাগ॥
চাই বুক ভরা ভালোবাসা,
যা উজার করে দেবে প্রেরণা
আর মনে প্রেমেরই ভাষা॥
আমি চাইনা তোমার দেহ
চাই সুন্দর এক জীবন,
যা পাবে না অন্য কেহ
আর শান্তিরই মরণ॥
আমি চাইনা তোমার সুখ
চাই শুধু দুঃখের ভাগ,
যা করবে হাসি ভরা মুখ
প্রাণের সীমানা দাগ॥
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
গাজী তৌহিদ ১১/০২/২০১৬ভালোবাসাই চিরন্তন! ভালোবাসা পেলে আর কিছু চাওয়ার থাকে না। ভালো লাগল!
-
মাহাবুব ১১/০২/২০১৬সুন্দর, শুভেচ্ছা।
-
ধ্রুব রাসেল ১০/০২/২০১৬অসাধারণ লিখেছেন। ভাল লাগল।
-
মনিরুজ্জামান জীবন ০৯/০২/২০১৬সুন্দর।