আমার পরাধীনতা
শরীরের যত রক্ত শিরায়
জ্বলছে অদেখা অনল,
মিথ্যা ধরে সত্য বিদায়
চলছে কত গরল॥
চাই না হতে রবীন্দ্রনাথ
ঐ নজরুলেরই মত,
অতীতের কোন বীরেন্দ্রনাথ
আর অন্যায়ে ক্ষত॥
আমি চাই থাকতে সুখে
দু'বেলা দু মুঠো ভাত,
শান্তির হাসি চাই মুখে
আর তৃপ্তি ঘুমের রাত॥
নির্ভয়ে আমি চলতে চাই
আরো চায় স্বাধীনতা,
এ সব বুঝি নিয়মে নাই
তাই আমার পরাধীনতা॥
জ্বলছে অদেখা অনল,
মিথ্যা ধরে সত্য বিদায়
চলছে কত গরল॥
চাই না হতে রবীন্দ্রনাথ
ঐ নজরুলেরই মত,
অতীতের কোন বীরেন্দ্রনাথ
আর অন্যায়ে ক্ষত॥
আমি চাই থাকতে সুখে
দু'বেলা দু মুঠো ভাত,
শান্তির হাসি চাই মুখে
আর তৃপ্তি ঘুমের রাত॥
নির্ভয়ে আমি চলতে চাই
আরো চায় স্বাধীনতা,
এ সব বুঝি নিয়মে নাই
তাই আমার পরাধীনতা॥
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নির্ঝর ০৭/০২/২০১৬পরাধীনতা না থাকলে স্বাধীনতার মূল্য কি বোঝা যায়?
-
মাহাবুব ০৫/০২/২০১৬ভালো প্রকাশ, পরাধীনতা।
-
মনিরুজ্জামান জীবন ০৫/০২/২০১৬সুন্দর প্রকাশ।