তোমায় দেখেছি
আমি তোমায় দেখেছি
শিশির ভেজা সকালে,
মিষ্টি তাপে রৌদ্র ভাপে
সোনালী ঐ বিকালে॥
আমি তোমায় দেখেছি
ফুলের ঐ পাপড়িতে,
সুখ ছায়া বুকে মায়া
অশান্ত মন বাবরিতে॥
আমি তোমায় দেখেছি
ঐ কালো রাত্রি মাঝে,
জ্বেলে আলো বেসে ভালো
বুকে জড়ালে সাঁঝে॥
শিশির ভেজা সকালে,
মিষ্টি তাপে রৌদ্র ভাপে
সোনালী ঐ বিকালে॥
আমি তোমায় দেখেছি
ফুলের ঐ পাপড়িতে,
সুখ ছায়া বুকে মায়া
অশান্ত মন বাবরিতে॥
আমি তোমায় দেখেছি
ঐ কালো রাত্রি মাঝে,
জ্বেলে আলো বেসে ভালো
বুকে জড়ালে সাঁঝে॥
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দেবব্রত সান্যাল ০২/০২/২০১৬কবিতা প্রকাশ হয়না বলে আপনার অভিযোগ। কিন্তু দু:খের সাথে বলি আপনার , মাত্রা ও ছন্দ আয়ত্ব নয় , কিন্তু অন্তমিলের কবিতা লিখতে চান। সকালের সাথে অকালে ,ঠকালে , বকালে সব মেলে কিন্তু বিকেলে মেলে না। অন্তমিল আয়ত্ব থাকলে বিকেলের জায়গায় বিকালে লিখতেন, তাহলে চলনসই একটা হোত।পাপড়িতে আর মনেতে মিল নেই। মাঝে আর সাঁঝে মেলে , এবং আপনার প্রথম কবিতাতেই তা আছে।