তবুও সুখে আছি
কষ্ট রেখেছি জমা বুকে
বেদনার ঐ ঘরে,
স্বার্থহীন ভাবে আছি সুখে
পরিহাসের তরে॥
অব্যক্ত ব্যথাহীন এইতো
চলছি পরমানন্দে,
দুঃখ বুঝি আর নেইতো
লাগেনা আর ক্ষিদে॥
ভাগ্যের চাকা আজ
উল্টো ঐ ঘুরছে,
পড়ছে মন যত বাজ
অবারিত পুড়ছে॥
তবুও তো আছি বেশ
ভুলে প্রেম স্মৃতি,
এত টুকু আর নেই লেশ
জীবনের এ রীতি॥
বেদনার ঐ ঘরে,
স্বার্থহীন ভাবে আছি সুখে
পরিহাসের তরে॥
অব্যক্ত ব্যথাহীন এইতো
চলছি পরমানন্দে,
দুঃখ বুঝি আর নেইতো
লাগেনা আর ক্ষিদে॥
ভাগ্যের চাকা আজ
উল্টো ঐ ঘুরছে,
পড়ছে মন যত বাজ
অবারিত পুড়ছে॥
তবুও তো আছি বেশ
ভুলে প্রেম স্মৃতি,
এত টুকু আর নেই লেশ
জীবনের এ রীতি॥
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মো : মাহফুজুর রহমান পুষ্প ১৫/০২/২০১৬চালিয়ে যাও দোয়া র ইল
-
গাজী তৌহিদ ১১/০২/২০১৬মুগ্ধ হওয়ার মতো লেখনি! শুভেচ্ছা রইল কবি সাহেব।
-
পলাশ ১১/০২/২০১৬এই বেশ ভালো আছি - তাই না ? চালিয়ে যান।
-
মনিরুজ্জামান জীবন ১০/০২/২০১৬অসাধারণ মনোগ্রাহী লেখা।
-
আশরাফুল ইসলাম শিমুল ১০/০২/২০১৬ভালো লাগল
-
দেবাশীষ দিপন ১০/০২/২০১৬দারুণ ছান্দসিক।ভালো লাগলো কবি।
-
নির্ঝর ১০/০২/২০১৬অনেক ভাল
-
হরেকৃষ্ণ দে ১০/০২/২০১৬সমস্ত কষ্ট ব্যথা ভুলে সুখে থাকার ভাবনা ।ভালো লাগলো।শুভেচ্ছা রইলো।
-
ধ্রুব রাসেল ১০/০২/২০১৬ভালো লাগলো। তবে পরমানন্দে/ ক্ষিদে কেমন বেমানান ছন্দ হয়েছে...!
-
বিদ্রোহী ফাহিম খান ১০/০২/২০১৬ধন্যবাদ
-
মোহাম্মদ আব্দুল ওয়ারেশ (কাব্য) ১০/০২/২০১৬valo laglo..........